রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০

আলগীবাজারে এলোমেলো গাড়ি পার্কিং, যানজটে ব্যবসায়ী ও রোগীদের চরম ভোগান্তি

আলগীবাজারে এলোমেলো গাড়ি পার্কিং, যানজটে ব্যবসায়ী ও রোগীদের চরম ভোগান্তি
শরীফুল ইসলাম ॥

হাইমচরের আলগীবাজারটি বর্তমানে হাইমচর উপজেলা সদর হিসেবে গণ্য। নদীভাঙ্গনের কারণে বর্তমানে হাইমচর উপজেলা পরিষদ ভবন, হাইমচর থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, উপজেলা পশু হাসপাতাল ভবন, উপজেলা ফায়ার সার্ভিস ভবনসহ অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আলগীবাজারে অবস্থিত।

প্রতিদিন প্রায় পাঁচ-সাত হাজার মানুষের জনসমাগম হয় এ বাজারে। প্রতিদিন অটোবাইক, সিএনজি অটোরিকশাসহ প্রায় পাঁচ শতাধিকের বেশি যানবাহন চলাচল করে আলগীবাজারে। নির্দিষ্ট কোনো স্ট্যান্ড না থাকায় যানবাহন চালকরা বাজারের মূল সড়কে দোকানের সামনে গাড়ি রেখে যাত্রী উঠানামা করায়। এতে বাজার ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিশেষ করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় এসব গাড়ির এলোমেলো পার্কিংয়ের কারণে জরুরি অবস্থায় রোগী নিয়ে হাসপাতালে যেতে মারাত্মক বেগ পেতে হচ্ছে। সচেতন মহলের মতে, হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় প্রতিদিন যানজট হচ্ছে। যানজটের কারণে জরুরিভিত্তিতে কোনো রোগীকে হাসপাতালে নিতে প্রায়ই দেরি হয়। এতে সামান্য সময়ের জন্যে জরুরি রোগীর প্রাণ যেতে পারে।

আলগীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বেপারী (মাস্টার) বলেন, আমাদের আলগীবাজারের প্রধান সমস্যা হচ্ছে এলোমেলো গাড়ি পার্কিং। চাঁদপুর সদর থেকে আলগী বাজার যাতায়াতের জন্যে যেসব সিএনজি অটোরিকশা বাজারের ভেতরে আসছে, সেগুলোর জন্যে নির্ধারিত কোনো স্ট্যান্ড নেই। তাই বাজারের মূল সড়কে, হাসপাতাল গেটে, বাজারের মূল চত্বরে, দোকানপাটের সামনে গাড়িগুলো এলোমেলো পার্কিং করে। ফলে আমাদের বাজার ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে বাজারের ঘর মালিকদের কাছ থেকে প্রায় দুই-তিন লাখ টাকা অ্যাডভান্স এবং দশ-পনের হাজার টাকা ভাড়া দিয়ে ব্যবসা করছে। এসব গাড়ির এলোমেলো পার্কিংয়ের কারণে বাজারে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজটের কারণে হাসপাতালের সামনে মাত্রাতিরিক্ত হর্ন বাজিয়ে শব্দদূষণ করছে। এতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মারাত্মক সমস্যা হচ্ছে। তাই তিনি হাইমচর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এসব সমস্যা নিরসনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়