প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০
দক্ষিণ তরপুরচণ্ডীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি
১০ নভেম্বর বুধবার দুপুর প্রায় সাড়ে ১২টায় চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ তরপুরচণ্ডীতে চাঁদপুর সেতুর উত্তর পাশে সেতু সংলগ্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় এক শ্রমিক আহত হয়েছে। িজানা যায়, সেতু সংলগ্ন একটি ঝুট কারখানার মেশিনের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় আরশাদ (২৮) নামে এক শ্রমিক আহত হয়েছে। দোকান মালিক সেলিম গাজী ও আবদুল মালেক তালুকদার জানান, আমরা দোকানগুলো ভাড়া দিয়েছি। অগ্নিকাণ্ডের খবর শুনে এসে দেখি আমাদের দোকানগুলো পুড়ে গেছে। এতে আমাদের ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
|আরো খবর
এ ব্যাপারে ঝুট কারখানার মালিক বেলাল হোসেন বলেন, ঝুট মেশিন থেকে আগুনের কণা পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আমার ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে আরশাদ নামে আমার এক শ্রমিক আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।