শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ২৩:১৫

শপথ চত্বরে তৈরি পোশাকের শোরুমে অগ্নিকাণ্ড

অল্পের জন্য বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
শপথ চত্বরে তৈরি পোশাকের শোরুমে অগ্নিকাণ্ড

চাঁদপুর শহরের শপথ চত্বরে তৈরি পোশাকের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৮ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় রেলওয়ে বাইতুল আমিন মসজিদের পাশে অরবিন্দ স্টুডিও ফ্যাশন হাউজের আওতায় লুবনান ও রিচম্যান নামে ২টি শোরুমের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে শোরুমের বেশ কিছু মালামালসহ সিঁড়ির অংশবিশেষ পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৯ টায় শোরুমটির ৩য় তলায় সিঁড়ি বরাবর সাইনবোর্ডে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এ সময় ভবনটির উপরের অংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ওই ভবনের অন্যান্য দোকানি, ক্রেতা এবং পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তাৎক্ষণাৎ চাঁদপুর ফায়ার সার্ভিস কর্মীদের অবগত করা হলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোর্শেদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। সকালে শোরুমটি খোলার আগেই এই দুর্ঘটনা ঘটে। এদিকে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিতে পারায় ঘটনাস্থলে লাগোয়া রেলওয়ে বাইতুল আমিন মসজিদসহ আশপাশের বেশকিছু স্থাপনা রক্ষা পেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়