প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ০০:০০
‘আধুনিক নৌ টার্মিনালের প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো’
গতকাল হাজীগঞ্জে অনুষ্ঠিত চাঁদপুর প্রেসক্লাবের সাংবাদিক সমাবেশে প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, চাঁদপুর নৌটার্মিনালের আধুনিকায়নের কাজ সম্পাদনের প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাবো।
|আরো খবর
এ সমাবেশে নৌটার্মিনালের আধুনিকায়নের কাজে শ্লথগতি, টার্মিনাল অভিমুখী রাস্তা প্রশস্তকরণে রেলের জায়গা ব্যবহারের অনুমতি প্রদানে দীর্ঘসূত্রিতার বিষয়ে চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত তাঁর বক্তব্যে নৌপরিবহণ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মেজর (অবঃ) রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। এর জবাবে তিনি বলেন, বিশ্ব ব্যাংকের প্রকল্প হিসেবে চাঁদপুর নৌটার্মিনাল আধুনিকায়ন কাজের অনেক অগ্রগতি হয়েছে। সহসাই দরপত্র আহ্বান করা হবে। রেলের সাথে সমস্যা নিরসনে রেলমন্ত্রীর সাথে কথা বলবো। আশা করি নৌপরিবহণ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য হিসেবে রেলমন্ত্রী আন্তরিক সাড়া দেবেন। যদি তাঁর সাড়া না পাই, প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর কাছে যাবো। ইনশাল্লাহ চাঁদপুরে আধুনিক নৌটার্মিনাল নির্মিত হবেই।