রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ০০:০০

ইউনিয়ন পরিষদ : সাফল্য ও প্রত্যাশা-৪

নির্বাচন নিয়ে আওয়ামী লীগে উৎসব ॥ বিএনপিতে উৎকণ্ঠা

নির্বাচন নিয়ে আওয়ামী লীগে উৎসব ॥ বিএনপিতে উৎকণ্ঠা
নূরুল ইসলাম ফরহাদ ॥

আসন্ন ইউপি নির্বাচন নিয়ে আলোচনা চলছে সর্বত্র। ইতোমধ্যে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে বিভিন্ন ইউনিয়ন। চায়ের দোকান থেকে শুরু করে অফিসপাড়ায় এ নিয়ে চলছে জোর আলোচনা। কে পাচ্ছেন আওয়ামী আওয়ামী লীগের মনোনয়ন? বিএনপি কি নির্বাচন করবে?

যতোই দিন ঘনিয়ে আসছে আওয়ামী শিবিরে উৎসব বিরাজ করছে। এর বিপরীত চিত্র বিএনপিতে। বিএনপিতে চলছে উৎকণ্ঠা আর নীরবতা। অন্যদিকে আওয়ামী শিবিরের সম্ভাব্য প্রার্থীরা ব্যানার-ফেস্টুন ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করছেন। বিভিন্ন ধর্মীয় উৎসব, বিবাহের অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক তৃণমূলের বর্ধিত সভায় প্রস্তাব-সমর্থনের মাধ্যমে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রাথমিক বাছাই পর্ব শেষ করেছে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে তৃণমূলের নেতাদের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে ৬ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন : ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাচ্চু মিয়া স্বর্ণকার, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান, বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা মনির হোসেন মজুমদার, আনিস বকাউল ও হারুন অর রশিদ।

উপজেলা আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় বর্তমান সংসদ সদস্যের অনুসারী কোনো সম্ভাব্য প্রার্থী অংশগ্রহণ করেননি। তাদের তালিকা আলাদাভাবে যাবে বলে সর্বত্র আলোচনা হচ্ছে। তাদের মধ্যে যার নাম শোনা যাচ্ছে তিনি হলেন উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দিন খান বাহার। তবে সময়ই বলে দিবে কে হচ্ছেন ১নং ইউনিয়ন পরিষদের নৌকার মাঝি।

এদিকে বিএনপি পরিবার নির্বাচন নিয়ে চুপচাপ। তারা কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় আছে। কেউ বলছেন বিএনপি এবার ইউপি নির্বাচন করবে না। আবার কেউ বলছেন, কর্মীদের চাঙ্গা রাখতে নির্বাচন করা উচিত। সেই ঔচিত্যের জায়গা থেকে ক’জন প্রার্থীর মৃদু আওয়াজ শোনা যাচ্ছে। তারা হলেন আতিকুর রহমান বাবলু, ইউনিয়ন বিএনপির সভাপতি (হান্নান গ্রুপ) জসীম উদ্দিন স্বপন মিয়াজী, একই গ্রুপের সাধারণ সম্পাদক শামীম পাটওয়ারী ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ গ্রুপের সভাপতি (ইউপি বিএনপি) নাজির হোসেন পাটোয়ারী।

নির্বাচন যতো ঘনিয়ে আসবে ততোই প্রার্থীর সংখ্যা বাড়বে। সেই সাথে তাদের অবস্থানও পরিষ্কার হবে। এখন সবাই নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। কখন আসবে নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়