প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
পুরাণবাজারস্থ রঘুনাথপুর ওয়াপদা সড়কের ওপর সংঘটিত সুমন খান হত্যা মামলার অন্যতম আসামী খোকন গাজীকে গ্রেপ্তার করেছে পিবিআই। ঢাকার ধামরাই থেকে বৃহস্পতিবার রাতে পিবিআই, চাঁদপুর অঞ্চলের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই আসামীকে গ্রেপ্তার করে। শুক্রবার চাঁদপুরের আদালতের মাধ্যমে গ্রেপ্তার হওয়া আসামি খোকন গাজীকে কারাগারে পাঠানো হয়।
গত ৫ এপ্রিল রাতে চাঁদপুর সদরের রঘুনাথপুর এলাকায় খোকন গাজী (২২)সহ আরো সাতজন সুমন খান (৩৪) কে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এতে গুরুতর আহত সুমন খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন চিকিৎসধীন থাকার পর মারা যান তিনি। নিহত সুমন চাঁদপুর শহরের একটি বেসরকারি ব্যাংকের নৈশপ্রহরী ছিলেন।
এই ঘটনায় নিহতের বড় ভাই আঃ রব খান বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। তবে মামলাটি একমাস থানা পুলিশ তদন্ত করার পর পিবিআইয়ের কাছে হস্তান্তর করে।
এরই মধ্যে আসামীদের গ্রেপ্তারের জন্য দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়। সবশেষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মীর মাহবুব এবং মামলার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন খান হত্যা মামলার অন্যতম আসামী খোকন গাজীকে ধামরাইয়ের ললিতনগরের একটি মেস থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পিবিআই চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার জানান, এই মামলায় জড়িত অন্য আসামীদেরও গ্রেপ্তারের জন্যে অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো জানান, যেহেতু হত্যাকা-টি প্রকাশ্যে ঘটেছে, তাই সব আসামী গ্রেপ্তারের পর তাদেরকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে স্বীকারোক্তি আদায় করা হবে। সেই আলোকে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
উল্লেখ্য, চাঁদপুর শহরের স্ট্যান্ডার্ড ব্যাংক শাখার নৈশপ্রহরী ছিলেন সুমন খান। তার শতায়ু বৃদ্ধা মা, ভাইবোন এবং স্ত্রী ছাড়াও দুটি শিশু সন্তান রয়েছে।