শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

মেয়ের খুনের পরিকল্পনাকারী সেই মা ও তার প্রেমিক

মেয়ের খুনের পরিকল্পনাকারী সেই মা ও তার প্রেমিক
অনলাইন ডেস্ক

শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহম্মদ নগর গ্রামে গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সুপরিকল্পিতভাবে প্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী তাহমিনা সুলতানা রুমি (৪৩) তার জ্যেষ্ঠ সন্তান নওরোজ আফরিন প্রিয়া (২১) কে হত্যা করিয়েছেন। প্রতিবেশী দেবকরা গ্রামের মোঃ হান্নান হোসেন (৩০)-এর সাথে পরকীয়া প্রেমের কারণে অবৈধ সম্পর্কে বাধা দেয়ায় এই পাষণ্ড মা তার গর্ভজাত সন্তান, ১৮ মাস বয়সী সন্তানের মা প্রিয়াকে নির্মমভাবে হত্যা করান। পুলিশ জানায়, ওইদিন সন্ধ্যা ৭টায় মেয়ে প্রিয়া ও নাতনি আনহারকে ঘরে রেখে রুমি তার জায়ের ঘরে গেলেই তার প্রেমিক হান্নান সহযোগী ২জনসহ হামলে পড়ে প্রিয়ার ওপর। ১৮ মাস বয়সী সন্তানের সামনেই প্রিয়াকে কুপিয়ে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে যায় খুনিরা। পুলিশ তদন্ত-দক্ষতায় ক্লুলেস এই মার্ডারের পরিকল্পনাকারী হিসেবে বাদী-সাজা প্রিয়ার মা রুমিকে শনাক্ত করে তাকে এবং তার প্রেমিক হান্নানকে আটক করে। তন্মধ্যে মা ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর মধ্য দিয়ে মেয়েরে খুনের পরিকল্পনাকারী হিসেবে মা চিহ্নিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ও ঘৃণা সৃষ্টি হয়। সকলে আটক দুজনের ফাঁসি দাবি করেন। এছাড়া প্রিয়ার খুনে হান্নানের সহযোগী দুজনেরও দ্রুত আটক দাবি করে তাদের অনুরূপ শাস্তি দাবি করেন। ছবিতে ইনসেটে খুনের শিকার হওয়া প্রিয়া। ছবি সংগ্রহে : মোঃ মঈনুল ইসলাম কাজল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়