বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে জেলা বিএনপির শুভেচ্ছা ও মতবিনিময় সভা

পূজা যেন সুন্দর হয় এই প্রত্যাশা আমার

------শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার ॥
পূজা যেন সুন্দর হয় এই প্রত্যাশা আমার

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি। শনিবার (৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের চাঁদপুর শহরস্থ বাসভবন (মুনিরা ভবন)-এর মিলনায়তনে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম সলিম উল্লাহ সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান-ঐক্য পরিষদের চাঁদপুর জেলা সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, চাঁদপুর রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী সুবলানন্দ মহারাজ ও ইসকন চাঁদপুর জেলা সভাপতি জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারী।

আরো বক্তব্য রাখেন সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর,

মিনার্ভা পূজা মণ্ডপের সভাপতি রূপালী চম্পক, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার প্রমুখ। সভায় চাঁদপুর পৌর, সদর ও হাইমচর উপজেলা এলাকার মন্দির এবং পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপ্রধানের বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘ধর্ম যার যার, দেশ সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।’ অতীতের মতো এবারও আপনারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করবেন। চাঁদপুর জেলা বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তিনি আরো বলেন, ছোটবেলায় বাবার সাথে পূজা দেখতে যেতাম। আপনাদের দেখে সেই কথা আমার মনে পড়ছে। হিন্দু ভাই-বোনরা আপনারা সজাগ থাকবেন। আপনারা আমাদের ওপর ভরসা রাখবেন। আমরাও আপনাদের ওপর ভরসা রাখবো। আমরা সবাই যেন চাঁদপুরকে একটি সুন্দর জায়গাতে রাখতে পারি। চাঁদপুরের প্রশাসন যেন বলে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে আছি। ভালো-খারাপ সবাইকে নিয়ে আমাদের চলতে হবে।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকে যেই জায়গায় আপনাদের নিয়ে এই মিটিংটি করছি, পাশেই হিন্দু ভাই-বোনদের বাসা বাড়ি রয়েছে। তাদের ডাক-চিৎকারে আমার বাড়ি জ্বালিয়ে দেওয়ার সময় এই ঘরটি রক্ষা পেয়েছে।

এই অমানবিক কাজ যেন আর না হয়।নতুন প্রজন্মকেও যেন দেখতে না হয়। সকলে মিলে একসাথে কাজ করবো। পূজা যেন সুন্দর হয় এই প্রত্যাশা আমার।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, আমরা কোনো সংখ্যালঘু/ সংখ্যাগুরুতে বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশী। শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি আস্থা রাখুন। পূজা নয়, যে কোনো প্রয়োজনে অতীতের মতো মানিক ভাই আপনাদের পাশে থাকবে।

সভায় চাঁদপুর জেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুনীর চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ জহির উদ্দিন বাবর, শাহজালাল মিশন, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ পলাশ, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশসহ অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়