বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

চাঁদপুরের চারটি রোটার‌্যাক্ট ক্লাবের জয়েন্ট মিটিং ও অ্যাসেম্বলি সম্পন্ন

কাজী নাহিন ॥
চাঁদপুরের চারটি রোটার‌্যাক্ট ক্লাবের জয়েন্ট মিটিং ও অ্যাসেম্বলি সম্পন্ন

রোটার‌্যাক্ট ডিস্ট্রিক্ট-৬৫-এর চাঁদপুর জোনের ৪টি ক্লাবের সমন্বয়ে জয়েন্ট মিটিং ও অ্যাসেম্বলি সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি ৪ অক্টোবর পুরাণবাজার ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজন করা হয়। চারটি ক্লাব হচ্ছে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাব, চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার‌্যাক্ট ক্লাব ও চাঁদপুর হিলসা সিটি রোটার‌্যাক্ট ক্লাব।

অনুষ্ঠানে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ কাজী আজিজুল হাকিমের সভাপতিত্বে ৪টি ক্লাবের জয়েন্ট মিটিং শুরু করেন এবং ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারীদের পরিচয় করিয়ে দেন। এ সময় ৪টি ক্লাবের উপস্থিত সাবেক সভাপতিদের পরিচয় করিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাবেক সভাপতিরা হচ্ছেন : চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের রোঃ আল-আমিন, রোঃ এনামুল ইসলাম সাব্বির, রোঃ শাহরিয়ার খান হিমেল, চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের রোঃ জিএম মনসুর, রোঃ মনজুর আলম, চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের রোঃ দ্বীন মোঃ দিলরাজ, চাঁদপুর হিলসা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোঃ তাহমিনা আক্তার সায়েমা ও আইপিপি রোঃ জিসান আহমেদ।

শুরুতেই কোরআন তেলাওয়াত করেন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্য রোঃ আবু সাঈদ ফারাবি, গীতা পাঠ করেন চাঁদপুর হিলসা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোঃ অর্নব সাহা। এরপর সমবেত কণ্ঠে সকলের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রত্যয় পাঠ করেন ট্রেজারার হিলশা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের রোঃ অভয় সিংহ রায়।

সভাপতির আহ্বানে উপস্থিত সকল রোটার‌্যাক্টর দাঁড়িয়ে নিজে পরিচিত দেন। সভায় দুই ক্লাবের সদস্য দুর্গাপূজায় রোটার‌্যাক্টরদের আমন্ত্রণ জানান। এ সময় হিলশা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ খাদিজা আক্তারের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান রোটার‌্যাক্টররা।

এরপর চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সেক্রেটারী ওবায়েদুর রহমান, চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ মরিয়ম মিম, সেক্রেটারী জান্নাতুল মাওয়া, সেন্ট্রাল গার্ডেন ক্লাবের সভাপতি রোঃ মোঃ আবদুর রহমান রিজভী ও সেক্রেটারী রোঃ সাইমুন পাটোয়ারী, হিলশা সিটি রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ সাইফুল ইসলাম রুমন, সেক্রেটারী রোঃ নুসরাত আক্তার আঁখি রোটার‌্যাক্টরদের উদ্দেশ্যে তাদের ঘোষণা প্রদান করেন। সার্জেন্ট রিপোর্ট পেশের মাধ্যমে জয়েন্ট মিটিং সম্পন্ন হয়।

জয়েন্ট মিটিংয়ের পরই রোটার‌্যাক্টরদের অ্যাসেম্বলি শুরু হয়। দ্বিতীয় ধাপের অনুষ্ঠানটিতে রোটার‌্যাক্টরদের উদ্দেশ্যে ক্লাব সভাপতি, সচিব, ট্রেজারার, সার্জেন্টসহ অন্যান্য ডিরেক্টরদের কাজ সম্পর্কে সাবেক সভাপতিরা তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তারা বলেন, একটি ক্লাবকে টিকিয়ে রাখতে হলে সভাপতি ও সচিবকে একসাথে হয়ে কাজ করতে হবে। সভাপতিকে অবশ্যই বাইলজ অনুযায়ী মিটিং পরিচালনা করতে হবে। পাশাপাশি সচিবকে সভাপতির সকল কাজে সহযোগিতা সহ ক্লাবের ডকুমেন্ট ফাইল সংরক্ষণ করতে হবে। একটি ক্লাবের প্রাণ হচ্ছে সার্জেন্ট। সার্জেন্ট তার সভা শুরু হওয়ার পূর্বে ক্লাবে অবস্থান করবে এবং সভার সুন্দর পরিবেশ বজায় রাখবে। সেই সাথে অন্যান্য ডিরেক্টর সভাপতির কাজে সহযোগিতাসহ তাদের দায়িত্বটুকু যথাযথভাবে পালন করতে হবে। তাহলেই একটি ক্লাব সুন্দরমতো পরিচালিত হবে।

সাবেক সভাপতিদের দিকনির্দেশনামূলক বক্তব্যের পর সাবেক সভাপতি ও ক্লাব সভাপতিদের উপহার ও অ্যাপায়নের মাধ্যম মাধ্যমে ক্লাব অ্যাসেম্বলির কার্যক্রম সমাপ্তি হয়।

রোটার‌্যাক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন রাকিবুল ইসলাম, রাকিব খান, জান্নাতুল ফেরদৌস মিম, আবেদা সুলতানা অপি, শান্তা আক্তার, মোঃ তাইয়্যেব হোসেন, নূরে আলম নিরব, আবু সাঈদ ফারাবি, ইসরাত জাহান, মাহমুদা আক্তার, আবদুর রহিম রাজু, তানজিনা আক্তার, আবদুল্লাহ আশরাফ, মারিয়া আক্তার, মুসফিক আহমেদ, শিরিন আক্তার, দিপত দাস ও সৈয়দ সাকিবুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়