প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাথে মতবিনিময়
এমন মানুষ চাই যে পদের চেয়ে দায়িত্বকে প্রাধান্য দেয়
---জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমার অনেক দুর্বল জায়গার মধ্যে ক্রীড়াঙ্গন একটা। তবুও জেলা প্রশাসক হিসেবে আমাদের সব দপ্তর নিয়েই কাজ করতে হবে। জেলা ক্রীড়া সংস্থার কমিটি বাতিল করা হয়েছে। এক্ষেত্রে একটি এডহক কমিটি গঠন করতে বলা হয়েছে। আমি এমন মানুষ চাই যে পদ নয়, দায়িত্বকে প্রাধান্য দেয়। কমিটিতে এমন সদস্যদেরই নেয়া উচিত, যারা ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে চায়। আমি শুধু ক্রীড়াকে নয় ক্রীড়া সংস্থাকেও শক্তিশালী করতে চাই। আপনাদের সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে চাঁদপুরকে ক্রীড়াঙ্গনে শক্তিশালী করতে চাই।
৪ অক্টোবর শুক্রবার রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, কমিটি গঠন করতে গিয়ে আমি সবাইকে খুশি করতে পারবো না। আমি এমন একটা ক্রীড়া সংস্থা করবো চাঁদপুরের জন্যে, এমন ভালো ক্রীড়া সংস্থা অতীতে হয় নি। আমি যে কমিটিই দেই না কেনো, বেশিরভাগ মানুষই খুশি হবেন। আমার মূল লক্ষ্য হচ্ছে খেলাধুলাকে চলমান করতে হবে। মেলার জন্যে খেলাধুলার লীগ বন্ধ হয়ে যাবে তা আমি হতে দেবো না।
জেলা প্রশাসক বলেন, জেলার ক্রীড়া সংস্থাগুলো আর্থিকভাবে শক্তিশালী হলে অন্যান্য ক্রীড়া সংগঠনকে সাহায্য করা যাবে। আপনাদের সহযোগিতা পেলে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাবো। জেলা ক্রীড়া সংস্থার কোনো সদস্য স্টেডিয়ামের দোকান বরাদ্দ পাবে না। আমি দ্রুত সময়ের মধ্যে কমিটি করবো। জেলা ক্রীড়া সংস্থার প্রাণ হলো ক্লাব। ক্লাবগুলাকে আমাদের সহযোগিতা করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র রায়, ব্রাদার্স ইউনিয়নের প্রস্তাবিত সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ, গুয়াখোলা ক্রীড়া চক্রের প্রতিনিধি ফয়সাল আহমেদ বাহার, উদয়ন ক্লাবের সভাপতি ডিএম শাহাজাহান, অঙ্গনা ক্রীড়া চক্রের প্রতিনিধি কে এম সালাউদ্দিন, ফুটবল কোচ জাহাঙ্গীর গাজী, সাবেক ফুটবল কোচ জয়নাল আবেদীন জনু, সাবেক ফুটবলার বোরহান খান, ফুটবল উপ-কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফুটবল কোচ আনোয়ার হোসেন মানিক, সাবেক ফুটবলার ও কোচ জাহাঙ্গীর পাটওয়ারী, খেলোয়াড় ও অঙ্গীকার ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম, ছাত্রদের পক্ষে মারজুক মুঈদ ঐশ্বর্য, মুজিব মাহবুব জ্যোতি, মুরসালিন প্রমুখ।
সভায় চাঁদপুর জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, সাবেক জাতীয় দলের ফুটবলার মনোয়ার চৌধুরী, জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, ক্রীড়া সংগঠক রিফাই, ভাই ভাই স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি আক্তার হোসেন সাগর, শাহজাহান কবির খোকা, ক্রিকেট কোচিং সেন্টারের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম, পশ্চিম শ্রীরামদী ক্লাবের প্রতিনিধি তমাল কুমার ঘোষ, শাহজালাল শেখ, নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের প্রতিনিধি আনোয়ার হোসেন মাঝি, নাজিরপাড়া ক্রীড়া চক্রের প্রতিনিধি শরীফ আশাফুল হক, ইয়ুথ ক্লাবের প্রতিনিধি জয়নাল আবেদীন, মোহাম্মদ আলী ইমরান, ফয়সাল, ক্রিকেট কোচ সোলেমান, ছাত্র প্রতিনিধি নাজির আহমেদ পাপনসহ জেলা ক্রীড়া সংস্থার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।