প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০
কচুয়ায় গুণী শিক্ষক সংবর্ধনা
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কচুয়ায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালিত্তোর আলোচনা শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওসি আবদুল হান্নান, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেলা রানা, সংবর্ধিত গুণী শিক্ষক কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জাকির উল্লাহ শাজুলী, নিশ্চিন্তপুর মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কৃষিবিদ আবুল কালাম আজাদ, ইন্সট্রাক্টর আনাছ আল জায়েদ, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াছ মিয়া ও কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়াল, রহিমানগর সপ্রাবির প্রধান শিক্ষক নুরুল আমিন প্রমুখ। আলোচনা শেষে গুণী সংবর্ধিত শিক্ষকদের ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।