বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

নতুনবাজার-পুরাণবাজার সংযোগ সেতুর অ্যাপ্রোচ সড়কে বড়ো গর্ত

অনলাইন ডেস্ক
নতুনবাজার-পুরাণবাজার সংযোগ সেতুর অ্যাপ্রোচ সড়কে বড়ো গর্ত

চাঁদপুর শহরে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত নতুনবাজার-পুরাণবাজার সংযোগ সেতুর অ্যাপ্রোচ সড়কের একপাশ ভেঙ্গে বড়ো আকারের গর্তে পরিণত হয়ে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। চাঁদপুরে গত শুক্রবার ও শনিবার দুদিনের রেকর্ড পরিমাণ টানা ভারি বৃষ্টিতে ওই সেতুর পুরাণবাজার অংশের অ্যাপ্রোচ সড়কের ডান পাশের প্রায় দশ মিটার রাস্তা ধসে দেখা দিয়েছে ভাঙ্গন। ভারি বৃষ্টির পানির তোড়ে সড়কের এই জায়গাটি ধসে যায়। এতে করে এই সেতু দিয়ে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। আরো বৃষ্টি হলে সেতুর সাথে সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হবার আশংকা করছেন পর্যবেক্ষক মহল।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাঁদপুর সড়ক বিভাগ চাঁদপুর শহরের নতুনবাজার ও পুরাণবাজারকে আলাদা করে রাখা ডাকাতিয়া নদীর ওপর আওয়ামীলীগ এবং বিএনপির তৎকালীন সরকারের সময় ব্যবসায়ীদের পণ্য আনা নেয়া এবং প্রান্তিক মানুষের চলাচলের সুবিধার্থে

শহরবাসীর দাবির প্রেক্ষিতে এই সেতুটি নির্মাণ করে। এমনিতে এই সেতুর প্রয়োজনীয় অ্যাপ্রোচ সড়ক নেই। সেতুর সাথে সংযোগে যেটুকু সড়ক রয়েছে তা খুবই জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ।

স্থানীয়রা জানান, চাঁদপুর শহরে জনগুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণের পর রাস্তা সহ অন্যান্য সমস্যা সমাধানে পর্যাপ্ত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।

এমতাবস্থায় সেতু পার হতে যানবাহন ও যাত্রী সাধারণ দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করছে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর দৃষ্টি কামনা করেছেন সচেতন মহল। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়