বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০০

চাঁদপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

হাসপাতালে ভর্তি অর্ধশত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ

শুধু রাজধানী ও এর আশপাশেই নয়, সারাদেশেই বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। চলতি মাসের শুরুতেই চাঁদপুরে অর্ধশত রোগী জেলা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকেরা বলছেন, জেলার বন্যা ও জলাবদ্ধতা কবলিত এলাকা এবং ঢাকা, চট্টগ্রাম থেকে জ্বর নিয়ে হাসপাতালে ছুটে আসছে মানুষ। জ্বরের সঙ্গে বিভিন্ন উপসর্গ দেখা দিলে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

শাহরাস্তি উপজেলার রায়শ্রী এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন। তার বাড়ি থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর তিনি জ্বরে আক্রান্ত হন। পরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চারদিন ধরে চিকিৎসা নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন তিনি।

বিল্লাল হোসেনের মতো জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে আসা অর্ধশত ডেঙ্গু আক্রান্ত রোগীর বেশিরভাগ পুরুষ। কেউ ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে জ্বর নিয়ে গ্রামের বাড়ি আসেন। সেখান থেকে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরছেন বাড়ি বা কর্মস্থলে।

চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকার বাসিন্দা মিলন। তিনি চট্টগ্রামে কর্মস্থল থেকে জ্বর নিয়ে বাড়ি আসেন। সেখান থেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা শেষে তার ডেঙ্গু ধরা পড়ে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের দেয়া তথ্য মতে, সেপ্টেম্বর মাসে এই হাসপাতালে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিলেও অক্টোবরের প্রথম তিনদিনেই ভর্তি হয় ৩২ জন রোগী।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্যে হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। জ্বরের সঙ্গে বমি, ডায়রিয়া, মাথা ও শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি।

আগস্ট ও সেপ্টেম্বরের জলাবদ্ধতার শিকার ফরিদগঞ্জ উপজেলা। সেখানে পানি কমে যাওয়ার পর নানান রোগে আক্রান্ত হচ্ছে বাসিন্দারা।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ জুয়েল বলেন, শুক্রবার হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ৯ জন। চলতি মাসে প্রকোপ বেশি দেখা দিয়েছে।

জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম মাওলা বলেন, চলতি মাসের শুরুতে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়। শুক্রবার ছয়জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, অক্টোবরের ৩ তারিখে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১৩ ডেঙ্গু রোগী। তিনদিনে হয় ৫০ জন। জেলার সবক’টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর মধ্যে সদর জেনারেল হাসপাতালে ১২ জন, কচুয়ায় ৮ জন, হাজীগঞ্জে ৬জনসহ ৫০ জন ভর্তি। আগস্ট মাসে ৭৫ জন ভর্তি হলেও সেপ্টেম্বর মাসে জেলায় ১শ’ ৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়