বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের যতো অনিয়ম-২

সভা না করেও রেজুলেশনে একাডেমিক কাউন্সিলের স্বাক্ষর নিয়ে নেন অধ্যক্ষ

শামীম হাসান ॥
সভা না করেও রেজুলেশনে একাডেমিক কাউন্সিলের স্বাক্ষর নিয়ে নেন অধ্যক্ষ

সরকারিকরণের পূর্বে গভর্নিং বডি দ্বারা পরিচালিত হলেও সরকারিকরণের পর কলেজ পরিচালনায় যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার একাডেমিক কাউন্সিলের। প্রত্যেক বিভাগীয় প্রধানের সমন্বয়ে গঠিত হয় একাডেমিক কাউন্সিল। ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ পরিচালনায় একাডেমিক কাউন্সিল থাকলেও তা অনেকটা অকার্যকর করে রেখেছেন অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ। ২০২৪ সালে একাডেমিক কাউন্সিলের কোনো সভা করেননি তিনি। অথচ সভা না করেই তিনি রেজুলেশন তৈরি করে তাতে একাডেমিক কাউন্সিল সদস্যদের স্বাক্ষর আদায় করে নিয়েছেন। আর এমনটি করেছেন তিনি নিজের ব্যক্তিগত প্রয়োজনে। এমন অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য সাংবাদিকদের জানান, ২০২৩ সালের শেষের দিকে একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়। ২০২৪ সালে এ পর্যন্ত কোনো সভা হয়নি। অথচ সভার রেজুলেশন তৈরি হয়েছে। অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ নিজের প্রয়োজনমতো রেজুলেশন সাজিয়ে তাতে একাডেমিক কাউন্সিল সদস্যদের স্বাক্ষর নিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী কলেজের যাবতীয় বিষয়ে প্রত্যক্ষ হস্তক্ষেপ করতেন। অধ্যক্ষের সাথে তাঁর সুসম্পর্ক ছিলো। খায়ের পাটওয়ারীর ভয়ে শিক্ষকরা প্রতিবাদ না করে অধ্যক্ষের নিয়ম বহির্ভূত রেজুলেশনে স্বাক্ষর করতে বাধ্য হন। সম্প্রতি নাম প্রকাশ না করার শর্তে এ সকল স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মুখ খুলেছেন তারা। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের দুই মাস পূর্ণ হয়ে এলেও একাডেমিক কাউন্সিলের সভা করেননি অধ্যক্ষ। বরং একাডেমিক কাউন্সিলকে পাশ কাটিয়েই খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়াসহ একাধিক বিষয়ে একক সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে ১ অক্টোবর মঙ্গলবার অধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথের সাথে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন সমস্যার কারণে একাডেমিক কাউন্সিলের সভা করা হয়নি বলে স্বীকার করেন। সভা ব্যতীত রেজুলেশন তৈরির বিষয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে কোনো উত্তর দেননি তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়