প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
আবু সাঈদসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও শহীদ সাঈদী রহ:-এর জন্যে দোয়া অনুষ্ঠান
আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করছে
-----------জেলা আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে শহীদ আবু সাঈদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহ:-এর জন্যে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ আগস্ট বুধবার বাদ আসর চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা আমীর মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী। তিনি বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নস্যাৎ করার জন্যে ৬ আগস্ট থেকেই বহুমুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। যেখানে শহীদের মায়ের কান্না থামে নি, আহতরা কাতরাচ্ছে, যেখানে ক্ষতিগ্রস্তরা আজ দিশেহারা, সেখানে আমরা দেখছি, ফ্যাসিবাদের প্রেতাত্মারা আবারো একটি ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়। আজকে ছাত্র-জনতাকে আবারো ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের সুফলকে জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি বসবাসযোগ্য বাংলাদেশ, একটি সম্প্রীতির বাংলাদেশ, সামগ্রিকভাবে সহযোগিতা, সহমর্মিতার ভিত্তিতে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে।
আল্লামা সাঈদী এখন আমাদের মাঝে নেই। তিনি তার জীবন ও কর্ম আমাদের জন্যে দৃষ্টান্ত হিসেবে রেখে গিয়েছেন। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি দেশে-বিদেশ কুরআনের তাফসির করেছেন। তার অসংখ্য বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং মানুষ তার রেখে যাওয়া বক্তব্যে আকৃষ্ট হয়ে ইসলামী আদর্শে উজ্জীবিত হচ্ছেন। জাতীয় সংসদের সদস্য ও বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। তার রচিত ইসলামী সাহিত্য, তাফসির ও সিরাত গ্রন্থ যুগ যুগ ধরে মানুষকে আলোর পথ দেখাবে। তার প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইসলামের দাঈ ও মুফাসিসর তৈরি হয়ে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ আঞ্জাম দিবে, ইনশাআল্লাহ। আমি তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর আমীর এডভোকেট মো. শাহজাহান খানের সভাপতিত্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন। শহর জামায়াতের সেক্রেটারী বেলায়েত হোসেনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুশ শুকুর মস্তান, সাইফুল ইসলাম সবুজ সহ অন্য নেতৃবৃন্দ।
তিনি বলেন, তার প্রত্যাশা ছিল শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামীন তার মৃত্যুকে শহীদী মৃত্যু হিসেবে কবুল করুন। আমি জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী ও প্রিয় দেশবাসীকে তার জীবনের স্বপ্ন একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।