প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০০:০০
পুরাণবাজার ফাঁড়ি পুলিশের সঙ্গে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর, পুরাণবাজার শাখার উদ্যোগে পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব শর্মা ও তার কর্মকর্তা সহ ফোর্সদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সেক্রেটারী শেখ বেলায়েতে হোসেনের নেতৃত্বে জামাত নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাতেন মিয়াজী, বিল্লাল হোসেন মাঝি, মুকবুল হোসেন মাস্টার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহরের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সবুজ, শ্রমিককল্যাণ ফেডারেশন চাঁদপুর শহর শাখার সভাপতি আব্দুল হাই লাভলু, মোঃ মাছুম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ কর্মস্থলে ফিরে আসায় পুলিশ ফাঁড়ি ইনচার্জকে জামায়াতের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।