সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০

অধ্যক্ষের পদত্যাগ দাবি

চাঁসকের শিক্ষকদের সাথে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥
চাঁসকের শিক্ষকদের সাথে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময়

জেলার ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের শিক্ষকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) বেলা ১১টায় কলেজ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের পদত্যাগ দাবি করা হয়।

সভায় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক খলিলুর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারুকি, পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসেন বাহার, গণিত বিভাগের প্রধান আনিসুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রফিকুল্লাসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভার সঞ্চালনায় ছিলেন রসায়ন বিভাগের শিক্ষার্থী শাহ পরান। সভার শুরুতেই কোটা সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশে নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শিক্ষার্থীরা একে একে তাদের ১১ দফা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, অসিত বরণ দাশকে অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, ধূমপানমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠা, কলেজ পাঠাগারে পড়ার সুষ্ঠু পরিবেশ রক্ষা এবং কলেজে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। এছাড়াও কলেজে ছাত্র সংসদ প্রতিষ্ঠা করার দাবি উত্থাপন করেন তারা।

শিক্ষকরা তাদের দাবিগুলো মেনে নেয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে পুনরায় শিক্ষার্থীদের সাথে বসে যৌক্তিক দাবিগুলো নিয়ে কথা বলে সিদ্ধান্ত নিবেন বলে প্রতিশ্রুতি দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়