সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০০:০০

কচুয়ায় স্কাউট সদস্যদের অভাবনীয় দায়িত্ব পালন

ফরহাদ চৌধুরী ॥
কচুয়ায় স্কাউট সদস্যদের অভাবনীয় দায়িত্ব পালন

পুলিশ বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে কচুয়ায় স্কাউট সদস্যগণ সড়কে শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন অফিস ও ধর্মীয় স্থাপনার সুরক্ষায় অভাবনীয় দায়িত্ব পালন করে চলছে। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ৬ আগস্ট থেকে পুলিশ বাহিনীর সদস্যদের অনুপস্থিতিতে কচুয়া স্কাউটের সুসংগঠিত টীম স্বেচ্ছায় এই দায়িত্ব কাঁধে নেয়।

কচুয়া উপজেলার বিশ্বরোড, সাচার, রহিমানগর ও কচুয়া বাজারের যানজট নিরসনে পেশাদার বাহিনীর ন্যায় তারা দায়িত্ব পালন করছে।

কচুয়া আদর্শ স্কাউট গ্রুপের ৭টি টীমের ৫০ জন সদস্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অক্লান্তভাবে এই দায়িত্বপালনে ব্যস্ত সময় কাটিয়ে সর্বসাধারণের মুগ্ধ দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে।

স্কাউট সদস্য মোঃ শরীফ ও সৈয়দ আরাফাত ছামী জানান, আমরা দেশের এ সঙ্কটকালে পুলিশের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত। তারা আরো বলেন, আমরা সড়কে যানজট নিরসনের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়ে পাহারা দিয়ে তাদের সুরক্ষা প্রদান করছি। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ কচুয়া শাখা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগণকেও অনুরূপ দায়িত্ব পালন করতে দেখা গেছে। এ সময় পথচারী ও গাড়ি চালকগণ জানান, এ দেশের ছাত্র সমাজ আমাদের গর্ব, তাদের এ দায়িত্ব পালনকে সাধুবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়