সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০

বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাসেলের দাফন সম্পন্ন

আলমগীর কবির ॥
বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাসেলের দাফন সম্পন্ন

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন মোঃ রাসেল বকাউল (২২)। রাজারগাঁও ইউনিয়নের হতদরিদ্র মোঃ নূরুল ইসলামের সর্বকনিষ্ঠ সন্তান ছিলেন তিনি। গত ৫ আগস্ট সকালে ঢাকার যাত্রাবাড়ি এলাকায় কোটা সংস্কার আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হন তিনি। সেখান থেকে উদ্ধার করে ঢাকার মাতাইল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, তিন ভাই ও তিন বোন রেখে গেছেন।

পরদিন সকাল ৯টায় রাজারগাঁও বাজার কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে জানাজার নামাজ শেষে পূর্ব রাজারগাঁও বকাউল বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ রহিম পাটওয়ারী, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, সহ-সভাপতি কামরুজ্জামান নেছার, রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমান, এলাকবাসীর পক্ষে মোঃ কামাল হোসেন, জামাল খান, হারেছ খান প্রমুখ। পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের যুগ্ম-সম্পাদক মোঃ সাদ্দাম বকাউল। জানাজায় উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, প্যানেল চেয়ারম্যান আলমগীর কাজীসহ দলীয় নেতৃবৃন্দ ও বাজার ব্যবসায়ীগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়