মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
  •   জার্মানিতে কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয়
  •   ইতালির দ্বীপে নৌকাডুবিতে নিখোঁজ ২১
  •   অভিভাবকহীনতায় দিশেহারা চাঁদপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীরা
  •   আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০০:০০

যত দ্রুত সম্ভব ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা দরকার

------চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স

অনলাইন ডেস্ক
যত দ্রুত সম্ভব ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা দরকার

কোটা সংস্কার-আন্দোলন মধ্য জুলাইয়ে সহিংস আকার ধারণা করলে সারা বাংলাদেশের মত চাঁদপুরেও ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে নারী উদ্যোক্তারা। উদ্যোক্তাদের প্রথমে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। নারী উদ্যোক্তাদের বেশিরভাগই অনলাইনভিত্তিক ব্যবসার সাথে জড়িত। তারপর ইন্টারনেট বন্ধের কারণে নারীদের অনলাইনভিত্তিক ব্যবসাসহ আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। পাশাপাশি কারফিউ বা সান্ধ্য আইনের কারণে প্রায় সপ্তাহ জুড়ে কারখানায় উৎপাদন ব্যাহত হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও গতকাল রোববার আবার চরম অবনতি ঘটতে শুরু করে।

দেশের বর্তমান পরিস্থিতিতে সব মানুষ ও সম্প্রদায়ের মতো ব্যবসায়ী সমাজও স্থিতিশীলতা আশা করে। সাধারণ মানুষের জীবন-জীবিকার কথা বিবেচনা করে আমরা মনে করি, ব্যবসা প্রতিষ্ঠানকে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতি ও ব্যবসা- দুটি একেবারে আলাদা। সারা বাংলাদেশের মত চাঁদপুরের বিভিন্ন শিল্পকারখানার উদ্যোক্তারা বলছেন, চলমান অস্থিরতা যত দীর্ঘ হচ্ছে, ব্যবসা-বাণিজ্যে লোকসান তত বাড়ছে। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যও ঝুঁঁকির মধ্যে পড়ে যাচ্ছে। কারণ, অনিশ্চয়তা থাকলে বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে পণ্য কিনতে খুব একটা আগ্রহ দেখাবেন না। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক গতিকে এগিয়ে রাখে।

ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে চাঁদপুর উইমেন চেম্বারের প্রতিনিধি হয়ে আমি বলতে চাই, যত দ্রুত সম্ভব নিরাপত্তা জোরদার করে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা দরকার। কারণ একদিন উদ্যোক্তার কারখানা বন্ধ থাকা মানে কোটি টাকার ক্ষতি। বর্তমান পরিস্থিতি নিয়ে বিদেশি ক্রেতারাও খুবই উদ্বিগ্ন। তাদের আস্থার জায়গা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। গত কয়েকদিনে অনেক নারী উদ্যোক্তা ফোনে তাঁদের শঙ্কা ও উদ্বেগের কথা জানিয়েছেন। বর্তমান পরিস্থিতির কারণে ব্যবসা-বাণিজ্যের ক্ষয়ক্ষতির হিসাবনিকাশ করতে শুরু করেছে বিভিন্ন বাণিজ্যিক বা ব্যবসায়ী সংগঠন। এরই মধ্যে কিছু কিছু ক্রেতা তাঁদের কিছু ক্রয়াদেশ হারিয়েছে। যদি আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে ব্যবসার সুস্থ পরিবেশ চালু করতে না পারি, তাহলে এ ক্ষতি পোষানো খুব কষ্টকর হবে।

মনিরা আক্তার

সভাপতি

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়