সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে বিএনপির বিজয় সমাবেশে ইঞ্জিঃ মমিনুল হক

গণতান্ত্রিক সরকার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে

কামরুজ্জামান টুটুল ॥
গণতান্ত্রিক সরকার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে

শেখ হাসিনার পদত্যাগ দেশত্যাগ ও পতনে জনগণের প্রাথমিক বিজয় হয়েছে। দেশের মানুষ একটি গণতান্ত্রিক পরিবেশ ও সুশাসন নিশ্চিত করতে সরকারের পদত্যাগ চেয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার মধ্য দিয়ে তা বাস্তবায়িত হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ মধ্য বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক। এ সমাবেশে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে ইঞ্জি. মমিনুল হক বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে নিহত ও দলীয় প্রয়াত নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় তিনি আন্দোলনকারীদের প্রতি ধন্যবাদ জানান।

এরপর তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর আমরা মাঠে ছিলাম। এর মধ্যে আমাদের অনেক নেতাকর্মী মামলা নিয়ে কবরে গেছেন। তবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মামলা নিয়ে কবরে যাক, আমরা তা দেখতে চাই না। আমরা চাই, সবাই সমান অধিকার ভোগ করবে। কেউ যেন হয়রানি বা প্রতিহিংসার শিকার না হয় তা আমাদের নিশ্চিত করতে হবে। সব দলেই কিছু খারাপ লোক থাকে। আওয়ামী লীগে ছিল, আমাদের দলেও আছে। আমি গতকালকে (সোমবার) ঢাকায় ছিলাম। কিছু কথা আমার কানে এসেছে। কতটুকু সত্য-মিথ্যা জানি না। তবে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের নেতা-কর্মীদের মাধ্যমে রাষ্ট্রীয় কোনো সম্পদ, আওয়ামী লীগ নেতা-কর্মী কিংবা দলীয় প্রতিপক্ষ, সংখ্যালঘু পরিবার এবং বাজারের ব্যবসায়ীসহ কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যতদিন আমি রাজনীতিতে আছি ততদিন আমার নেতাকর্মীদের মাধ্যমে কারো কোনো ধরনের ক্ষতি হোক, তা আমি দেখতে চাই না, শুনতেও চাই না। যদি আমার নেতৃত্বে মানেন তাহলে বিষয়টি আপনাদের নিশ্চিত করতে হবে। যদি নিশ্চিত করেন, তাহলে এ ধরনের কাজে যে জড়িত থাকবে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আমি তা করবো।

বক্তব্য শেষে উপজেলা ও হাজীগঞ্জ থানাসহ রাষ্ট্রীয় সম্পদ, আওয়ামী লীগ নেতাকর্মী, সংখ্যালঘু পরিবার এবং বাজারের (ব্যবসায়ী) নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ সরকার গঠন ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনে পাহারা দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন ইঞ্জি. মমিনুল হক। পাশাপাশি গত (সোমবার) রাতে থানা ও হাজীগঞ্জ বাজার পাহারা দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

একই সময়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যদি কেউ বিএনপির নেতা-কর্মীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হন তাহলে দলের সিনিয়র নেতৃবৃন্দকে জানাবেন। প্রয়োজন মনে করলে, নিঃসংকোচে তাদের নামণ্ডঠিকানা আমাকে দিবেন। আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

সমাবেশে বিএনপি নেতা নুরুন্নবী সম্রাট, হেলাল মজুমদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আকতার হোসেন দুলাল, সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজিবুর রহমান ও সদস্য সচিব ইকবাল হোসেন সর্দার উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আবু ইউছুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগরসহ উপজেলা ও পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকশ সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়