প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে সহিংসতা প্রতিরোধে বিএনপি নেতা তানভীর হুদার পথসভা
মতলব দক্ষিণে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা তানভীর হুদা ৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টায় মতলব বাজার এলাকার স্থানীয় রিক্সাস্ট্যান্ড, নারায়ণপুর ও নায়েরগাঁও ইউনিয়নে সহিংসতা প্রতিরোধে পথসভা করেছেন। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা তানভীর হুদা।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন মৃধার সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ শাহ গিয়াসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন হিরু, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মহসিন প্রধান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম শিপলু, কলেজ ছাত্রদলের সভাপতি রাজীব সরকার, যুবদল নেতা ইলিয়াছ প্রধান, শরীফ ফরাজী, রবিউল প্রধান, সারোয়ার ফরাজী প্রমুখ।
এ সময় উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।