সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

চাঁদপুরে শিক্ষার্থী ও বিএনপি-জামাতের ৯৮ নেতা-কর্মী জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে শিক্ষার্থী ও বিএনপি-জামাতের ৯৮ নেতা-কর্মী জামিনে মুক্ত

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া সাধারণ শিক্ষার্থী ও বিএনপি-জামাতের ৯৮ জন নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন সিনিয়র আইনজীবী এটিএম মোস্তফা কামাল ও অ্যাড. নূরুল আমিন খান আকাশ।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১ জুলাই থেকে আটক সকল নেতা-কর্মীকে মুক্তি দিতে তাদের আইনজীবীগণ জামিনের আবেদন করেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর নুরুল আলম সিদ্দিকের পৃথক আদালত এই জামিন আবেদন মঞ্জুর করে নেতা-কর্মীদের মুক্তির নির্দেশ দেন। শুনানিতে অংশ নেন অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাড. সেলিম আকবর, সিনিয়র আইনজীবী দুলাল মিয়া পাটওয়ারী, অ্যাড. এটিএম মোস্তফা কামাল, অ্যাড. জহির উদ্দিন বাবর, অ্যাড. কোহিনূর রশীদ, অ্যাড. মাইনুল ইসলাম, অ্যাড. নূরুল আমিন খান আকাশসহ অন্য আইনজীবীগণ।

জামিন পাওয়া কয়েকজন নেতা-কর্মীর নাম জানা গেছে। এরা হলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, যুবদল নেতা কাইয়ুম খান, ইউছুফ মিয়াজী, শরীফ মুন্সি, মেহেদী হাসান রনি ও রফিক মিয়াজী।

আসামিদের পক্ষের আইনজীবী জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম মোস্তফা কামাল জানান, মহামান্য রাষ্ট্রপতির ঘোষণা অনুযায়ী পহেলা জুলাই হতে এ পর্যন্ত রাজনৈতিক হয়রানিমূলক মামলায় যারা কারাগারে বন্দী আছেন তাদের জামিনের পদক্ষেপ নিতে বলেছেন। এরই অংশ হিসেবে চাঁদপুরে ৯৮ জনকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত এবং তারা মুক্তিও পেয়েছে।

এসময় আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, বিএনপি নেতা ইব্রাহিম কাজী জুয়েল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক উপস্থিত নেতাকর্মীদের চাঁদপুরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশ দেন। কোনো অবস্থাতেই যেন কোনো নেতাকর্মী কারো সাথে কোনো খারাপ আচরণ না করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়