সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

পুলিশের গুলিতে নিহত ফরিদগঞ্জের ২ বিএনপি কর্মীর দাফন সম্পন্ন

এমরান হোসেন লিটন ॥
পুলিশের গুলিতে নিহত ফরিদগঞ্জের ২ বিএনপি কর্মীর দাফন সম্পন্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর আনন্দ মিছিল করতে গিয়ে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে নিহত হন ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের শাহাদাত ও আঃ কাদির নামের বিএনপি ২ কর্মী।

জানা যায়, শেখ হাসিনার পদত্যাগের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপিসহ সমমনা দলগুলো আনন্দ মিছিল বের করে। অনুরূপ ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও বিএনপির অন্য সহযোগী সংগঠনগুলো আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিলটি ফরিদগঞ্জ থানার সামনে গেলে পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এ সময় পুলিশের গুলি খেয়ে মিছিলে থাকা বিএনপি কর্মী শাহাদাত নিহত হন। তার গ্রামের বাড়ি উপজেলা বালিথুবা ইউনিয়নের বালিথুবা গ্রামের ব্যাপারি বাড়ি। শাহাদাত সিরতাজ বেগমের একমাত্র সন্তান ছিলেন। শাহাদাত ফরিদগঞ্জ বাজারে একটি দোকানের কর্মচারী হয়ে কাজ করতেন।

অন্যদিকে একইভাবে আনন্দ মিছিল করতে গেলে ঢাকার উত্তরা এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ সৃষ্টি হলে মারা যান একই ইউনিয়নের মানিক রাজ গ্রামের আঃ কাদির। তার মৃত্যুর কারণে এতিম হয়ে পড়েছে তার তিন শিশু সন্তান। আব্দুল কাদির উত্তরায় একটি রড সিমেন্টের দোকানে কাজ করতেন।

দুজনের লাশ বাড়িতে আনলে শাহাদাতের জানাজার নামাজ মঙ্গলবার সকাল ১১টায় বালিথুবা অদুদিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়। আঃ কাদিরের জানাজার নামাজ হয় সকাল ১২টায় মানিকরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ভিপি মুজিবুর রহমান দুলাল, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, নজরুল ইসলাম নজু পাটোয়ারী, ডাক্তার ওমর ফারুক, মোঃ ইব্রাহিম, আলী হারেস নিয়াজী, উপস্থিত ছিলেন শাহ মুহাম্মদ ইকবাল লিটন, বাহাউদ্দিন মাস্টার, মহরম জিয়া, যুবদলের নেতা গিয়াস উদ্দিন, নাজমুল কবির খান, মামুন কাজী, মোঃ ইব্রাহিম তালুকদার, খান মোহাম্মদ সোহেলসহ উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদলসহ সহস্রাধিক নেতা-কর্মী জানাজার নামাজে উপস্থিত ছিলেন। পরে তাদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়