প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
মতলবে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়
রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও প্রশাসনকে সহযোগিতা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিলয় সরকারের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। ৬ আগস্ট দুপুরে সহকারী কমিশনার (ভূমি)র সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ বিল্লাল হোসেন মৃধা, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, সাধারণ সম্পাদক ভিপি জাকির, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জাকির হোসেন প্রধান, মেহেদী হাসান মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমির খসরু, বিএনপি নেতা বাবুল ফরাজী, উপজেলা যুবদলের সভাপতি মোজাহিদুল ইসলাম কিরণসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সকলের নিকট সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিলয় সরকার।