প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০০:০০
হাজীগঞ্জে আনন্দ মিছিল
লোকে লোকারণ্য
গতকাল ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সেনাপ্রধানের বক্তব্যের পর পর হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক আমজনতার দখলে চলে যায়। এ সময় হাজীগঞ্জ বাজারের চারদিক থেকে হাজার হাজার লোকজন আনন্দ মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে প্রবেশ করে। এ সময় হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক লোকে লোকারণ্য হয় উঠে। এদের বেশির ভাগই বিএনপির কর্মী-সমর্থক বলে দেখা গেছে। এর কিছু পরে দুর্বৃত্তের হামলায় পৌর মেয়রের বাড়িসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর হয়।
জানা যায়, টোরাগড়, আলীগঞ্জ, হাটিলা, রান্ধুনীমুড়া, ধেররা, বলাখাল থেকে হেঁটে মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে আসতে থাকে। বাকিলা বাজারের প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ও মাইকে প্রচার করে আনন্দ মিছিল করে বিএনপির শত শত নেতা-কর্মী। হাজার হাজার লোকজন আনন্দ মিছিল নিয়ে হাজীগঞ্জ বাজারে প্রবেশে কানায় ভরে উঠে। এ সময় হাজীগঞ্জের ৯৫ ভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। যানচলাচল বন্ধ থাকলেও মিছিল থেকে কাউকে বা কোনো যানবাহন ক্ষতি করা হয়নি। বিকেল ৪টার দিকে অজ্ঞাত একদল যুবক হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটুর বাসাসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।