প্রকাশ : ০৬ আগস্ট ২০২৪, ০০:০০
কচুয়ায় পুলিশ-জনতা সংঘর্ষে এসআই মামুন নিহত
শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর কচুয়ায় বিক্ষুব্ধরা থানায় হামলার চেষ্টাকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় কচুয়া থানার সাব-ইন্সপেক্টর মামুন সরকার জনতার ইটপাটকেলের আঘাতে নিহত হয়েছেন। নিহত মামুন সরকারের লাশটি কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে পরে থাকলে বিক্ষুব্ধরা তা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সোমবার (৫ আগস্ট) বিকেলে কচুয়া কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
|আরো খবর
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর কচুয়া উপজেলা সদরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করে। বিকেলে একটি বিক্ষোভ মিছিল থানায় প্রবেশের চেষ্টাকালে গেইট ভেঙ্গে পুলিশের গাড়ি ভাংচুর করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এ সময় পুলিশ গুলি ছুড়তে ছুড়তে কচুয়া কলেজ এলাকায় গেলে বিক্ষুব্ধরা এaসআই মামুনকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ প্রায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। আহতদের দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ সময় প্রায় ৭/৮ জনকে দুটি অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্বজনরা। অন্যরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।