প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ২২:১০
ফরিদগঞ্জে শিক্ষার্থীদের রঙ তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে সমাজ সংস্কারমূলক উক্তি
কারার ওই লৌহ কপাট, দিলিনা অধিকার, হয়ে গেলাম সরকার, ১৮ জুলাই ২০২৪, ৭১ টু ২৪, আসছে ফাগুন আমরা কিন্তু হবো দিগুন, এমন নানান প্রতিবাদী উক্তি শোভা পাচ্ছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে দেয়ালে। সোমবার ও মঙ্গলবার দিন ব্যাপী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের এমন চিত্র আঁকতে দেখা যায়।
|আরো খবর
যে দেয়ালে ছিল বিভিন্ন পণ্যের বাহারি বিজ্ঞাপনের পসরা। তার পরিবর্তে আজ সেখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের রঙ তুলির ছোঁয়ায় ফুটে তুলেছে কোটা আন্দোলনের শ্লোগানসহ দেশের বিভিন্ন চিত্র আর সমাজ সংস্কারমূলক উক্তি।
এসময় শিক্ষার্থী বুশরা ইসলাম বলেন, আমরা বিভিন্ন স্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা আন্দোলনসহ নানান উক্তি দিয়ে সাধারণ মানুষকে মেসেজ দিচ্ছি। আমরা চাই বাংলাদেশ তথা ফরিদগঞ্জ সুন্দর ভাবে সাজিয়ে উঠুক। ফরিদগঞ্জ উপজেলাকে সুন্দর ভাবে সাজাতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
চিত্রকর্ম দেখতে আসা কয়েকজন দর্শনার্থী বলেন, দেয়ালে দেয়ালে রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়ালে দেয়ালে লিখন চলছে। শিক্ষার্থীরা বিভিন্ন উক্তি স্লোগান লিখছে দেখতে সুন্দরই লাগছে।