প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল সমাবেশ
আন্দোলনের নামে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির প্রতিবাদে ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বিক্ষোভ মিছিল করেছে। ৪ আগস্ট রোববার দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে অবস্থান শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহমেদ মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এর আগে বাসস্ট্যান্ড এবং ফরিদগঞ্জ বাজারস্থ আলীয়া মাদ্রাসা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাজে আহ্মেদ মজুমদার, ভাইস চেয়ারম্যান আকবর হোসেন মনির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুর রহমান আজাদ, ইউপি চেয়ারম্যান শেখ শাহ আলম কাউছারুল আলম কামরুল, বুলবুল আহমেদ, মাহমুদুল হাসান মিরাজ, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, যুবলীগের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব মামুন, উপজেলা ছাত্র লীগের সভাপতি বাকী বিল্লাহ সোহাগ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমিন সারোয়ার প্রমুখ।