প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
চাঁদপুরে পেশাজীবী সংগঠনের প্রতিবাদ ও মানববন্ধন
মহান মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের হোতা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামাত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পেশাজীবী সংগঠনের নেতারা। শনিবার (৩ আগস্ট) বিকেলে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মুক্তিযোদ্ধা সড়কে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে সরকার উৎখাতের অপচেষ্টায় দেশজুড়ে নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ চালোনোর প্রতিবাদ এবং কোটা সংস্কার আন্দোলনে সাংবাদিক, শিক্ষার্থী, পুলিশ, আনসার বাহিনী এবং সাধারণ জনগণ যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশের উদ্দেশ্যে সর্বস্তরের পেশাজীবী সংগঠনের নেতারা এই কর্মসূচির সাথে একমত পোষণ করেন।
দেশের চলমান পরিস্থিতি অবসান, সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে এবং সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বানের বক্তব্যকে স্বাগত জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, চাঁদপুর গণি মডেল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও শহীদ পাটোয়ারী, সুজন চাঁদপুর জেলা সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মেদ, খেরুদিয়া কলেজের অধ্যক্ষ আফরোজা খাতুন মেরী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী প্রমুখ।
সব্যসাচী লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় মানববন্ধনে পুরাণবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিলীপ চন্দ্র দাস, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি মুনাওয়ার কানন, চাঁদপুর প্রেসক্লাবের প্রবীণ সদস্য আব্দুর রহমান সহ শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কারের যে দাবি তা উচ্চ আদালতের রায়ের মাধ্যমে সরকার সমাধান করেছেন। তারা যা দাবি করেছে তার চাইতে বেশি পেয়েছে। তাদের বাকি দাবিগুলোও পর্যায়ক্রমে সমাধান করার বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। তারপরেও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে জামাত-শিবির ও বিএনপি প্রবেশ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং আন্দোলনকে ভিন্ন রূপ দেয়ার চেষ্টা করছে।