প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০০:০০
সেনা টহল অব্যাহত ॥ ৭ মামলায় আটক ৫৬
চাঁদপুরে ভোর ৬টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিথিল কারফিউ
গতকাল শুক্রবার ছিলো দেশজুড়ে কারফিউর অষ্টম দিন। কোটা আন্দোলনের জেরে সারাদেশের ন্যায় চাঁদপুরেও জনজীবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে ও যান চলাচল প্রায় স্থবির হয়ে যায়। টানা ক’দিন দেশজুড়ে ব্যাপক সহিংসতার প্রেক্ষিতে ১৯ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। মোতায়েন করা হয় সেনাবাহিনী। কারফিউ শুরু হলে ক্রমেই পরিস্থিতির উন্নতি হতে থাকে। ট্রেন ছাড়া এখন সব যানবাহনই চলাচল করছে। সরকারি অফিস, আদালত, ব্যাংকসহ অন্য প্রতিষ্ঠানগুলো খুলেছে। মিল-কারখানার উৎপাদন, ব্যবসা-বাণিজ্য, দোকান মার্কেটে মানুষের কেনাকাটা আগের মতোই চলছে। শুক্রবার বন্ধের দিন থাকা সত্ত্বেও চাঁদপুরজুড়ে জনজীবনে কর্মচাঞ্চল্য বেশি দেখা গেছে।
এদিকে চাঁদপুরে কারফিউ শিথিলের সময় আরো একঘণ্টা বাড়ানো হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক জানান, সেনা টহল অব্যাহত রয়েছে। ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল থাকছে। রাতের বেলায় কারফিউ চলমান থাকছে।
এদিকে সরেজমিনে চাঁদপুর সদর উপজেলার চাঁনখার বাজার এলাকায় গিয়ে সেনা টহল দেখা যায়। সেখানে কারফিউর সেনা চেকপোস্ট রয়েছে।
অপর দিকে চাঁদপুর ডিএসবির ইন্সপেক্টর মনিরুল ইসলাম জানান, সহিংসতা ও নাশকতার ৭ মামলায় চাঁদপুরে এ পর্যন্ত ৫৬ জন গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার গ্রেফতার হন ৮ জন। থানা পুলিশ আটক আসামিদের আদালতে প্রেরণ করেছে।