প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে দুই সারের দোকানে জরিমানা
নিষিদ্ধ বালাইনাশক কার্বোফুরান, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল সার রাখায় ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জের দুটি কীটনাশক ও সারের দোকানে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান এই আদালত পরিচালনা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার।
জানা গেছে, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে কীটনাশক ও সার বিক্রেতা মেসার্স আলমগীর ট্রেডার্সে নিষিদ্ধ কার্বোফুরান ৮০ কেজি, মেয়াদোত্তীর্ণ সার ৩৬ কেজি পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের মালিক মোঃ আলমগীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে একই বাজারের মেসার্স মিতু ট্রেডার্সের মালিক আব্দুল মান্নানের দোকানে ১৬ কেজি ভেজাল সার পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফাহিম হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, মোঃ আবুল খায়ের, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার জানান, কার্বোফুরান মানুষ ও বেশিরভাগ প্রাণীর জন্য ক্ষতিকর। জাতিসংঘ এটি নিষিদ্ধ করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানালে ৮৮তম দেশ হিসেবে বাংলাদেশ এটি নিষিদ্ধ করে। ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কার্বোফুরান ব্যবহারের অনুমতি দেয়া হলেও কেউ কেউ এখনো তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রেখেছে। এটি বন্ধে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।