প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০:০০
আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ছাত্রলীগের মিছিল
আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা ছাত্রলীগ শহরে মিছিল বের করে।
জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে এ মিছিলে সিনিয়র সহ-সভাপতি সোলায়মান হোসেন রাজু, সাইফুর রহমান মিশু, রিয়াজ হোসেন পাবেল, যুগ্ম সম্পাদক টিটু, আল-আমিন, মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আশেক রাসূল জাওয়াদ, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক সাইফ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে।