প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০০:০০
কচুয়ার করইশে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা ॥ থানায় অভিযোগ
কচুয়া উপজেলার করইশ গ্রামে জোরপূর্বক ভূমি দখলের চেষ্টা ও ভুক্তভোগী পরিবারকে হুমকির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১০ জুলাই রাত ৮টার দিকে কচুয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের করইশ উত্তর পাড়া মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ মাহাদী হাসান (২৫) বাদী হয়ে তার চাচা মোঃ মিজানুর রহমান (৬০) ও তার চাচাতো ভাই মোঃ তুহিন মিয়ার বিরুদ্ধে কচুয়া থানায় এ অভিযোগটি দায়ের করেন।
ভূমির মালিক ভুক্তভোগী মোঃ মাহাদী হাসান জানান, বিবাদীরা আমার আপন চাচা ও চাচাতো ভাই। আমার বাবার মৃত্যুর পর আমাকে অসহায় পেয়ে দীর্ঘদিন ধরে বিবাদীরা আমাদের সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে। আমাদের উপর অত্যাচার-অবিচারসহ নানাভাবে হয়রানি করে আসতেছে। এ বিষয়ে প্রতিবাদ করলে তারা আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিস হলেও তারা বিচার ও আইন কিছুই মানে না। গত ১০ জুলাই প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে আমাকে বেদখল করে আমার সম্পত্তি দখল করার উদ্দেশ্যে আমার বসতঘরের সামনের উঠোনের বেশ কয়েকটি ফলদ গাছের চারা কেটে ফেলে দেয় এবং আমার বাড়ির সীমানা প্রাচীরের (টিনের বেড়া) সামনে পিলার দিয়ে নতুন করে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয়। সংবাদ পেয়ে আমি বাড়িতে গিয়ে তাদেরকে বাধা প্রদান করলে বিবাদীগণ আমাকে ও আমার পরিবারের লোকজনকে মারধর করার জন্য এগিয়ে আসে ও বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। এক পর্যায়ে আমার চিৎকারে আমার ছোট চাচা মোঃ মফিজুর রহমান ও বাড়ির অন্যান্য লোকজন এগিয়ে এসে তাদেরকে বাধা প্রয়োগ করলে তারা জনসম্মুখে আমাদের ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে আমি এ ঘটনার প্রতিকার চেয়ে কচুয়া থানায় একটি অভিযোগ দায়ের করি। এ বিষয়ে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
কচুয়া থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, অভিযোগটির দায়িপ্রাপ্ত কর্মকর্তার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।