সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০০:০০

ভালো আচরণ করলে সবাই মনে রাখবে

--------উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক

কামরুজ্জামান টুটুল ॥
ভালো আচরণ করলে সবাই মনে রাখবে

‘একটি খারিজের কাগজ আপনার কাছে এক টুকরো কাগজ হতে পারে। তা অন্যের কাছে সারাজীবনের শ্রমণ্ডঘাম ঝরানোর বিনিময়। কারো কাজ আটকে রাখবেন না। সেবাগ্রহীতার সাথে সবসময় ভালো আচরণ করবেন। সেই আচরণের কারণে আপনাকে এই মানুষগুলো সবসময় মনে রাখবে’।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অধিকার অধিশাখার উপ-সচিব মুহাম্মদ আসাদুল হক। তিনি সরকারি কর্মকর্তাদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন এবং জনসাধারণের তথ্য অধিকার নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও এদিন তিনি উপজেলা পর্যায়ে সরকারি দপ্তরের সকল কর্মকর্তার সাথে মতবিনিময় করেন।

উপজেলা ভূমি অফিস (সহকারী কশিনারের কার্যালয়) পরিদর্শন করতে আসলে তাঁকে স্বাগত জানান সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এ সময় তিনি সহকারী কমিশনার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর সাথে কথা বলেন এবং জনসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প পরিচালক প্রকৌঃ জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের কানুনগো মিলাদ হোসেন মিয়া, সার্ভেয়ার মোঃ আবুল কালাম, কম্পিউটার অপারেটর মোঃ নূর হোসেন, নাজির কাম ক্যাশিয়ার মোঃ সোহাগ হোসেন, সার্টিফিকেট পেশকার মোঃ গোলাম চিশতী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়