সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০০:০০

পাসপোর্ট নিয়ে ফেরার পথে ‘পরকালের ভিসা’ পেলেন দুই বন্ধু

মিজানুর রহমান ॥
পাসপোর্ট নিয়ে ফেরার পথে ‘পরকালের ভিসা’ পেলেন দুই বন্ধু

চাঁদপুর-হাইমচর সড়কের ১২নং চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকান এলাকায় সিএনজি অটোরিকশার চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল ১০ জুলাই বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইফুল ইসলাম (১৮) ও শাহীন খান (১৯)। নিহত সাইফুল ইসলাম চাঁদপুর জেলার হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়ানী লক্ষ্মীপুরের দ্বীন মোহাম্মদ খানের ছেলে ও শাহীন খান একই এলাকার নূরুল ইসলাম খানের ছেলে।

সাইফুল ইসলাম হাইমচরের বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থী। নিহত শাহীন খান হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র।

জানা গেছে, দুই বন্ধু একসাথে পাসপোর্ট নেয়ার জন্যে চাঁদপুর এসেছিলেন। পাসপোর্ট নিয়ে হাইমচরে ফেরার পথে দুপুর ১টার দিকে চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালীর দোকানের মেইন রোডে মোটরসাইকেলের চাকা স্লিপ কেটে সড়কের পাশে ছিটকে পড়ে। এমতাবস্থায় সাইফুল ইসলাম ও শাহীন খানকে সিএনজিচালিত অটোরিকশা চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান সাইফুল ইসলাম। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্যে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন ও গুরুতর আহত অবস্থায় শাহীন খানকে ঢাকা রেফার করেন। কিন্তু পথেই মারা যান শাহীন খান। তারা দুজনই মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হলে প্রচুর রক্তক্ষরণ হয়।

সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর খবর শুনে নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতরা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুর্ঘটনায় নিহত উভয়েই পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান হওয়ায় পুরো এলাকা জুড়ে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোকে মুহ্যমান হয়ে গেছে গোটা এলাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়