শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:০০

ফ্লাঃ লেঃ (অবঃ) এবি সিদ্দিক ছিলেন একজন সাদা মনের মানুষ

----------যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ

ফ্লাঃ লেঃ (অবঃ) এবি সিদ্দিক ছিলেন একজন সাদা মনের মানুষ
রেদওয়ান আহমেদ জাকির ॥

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও ফাউন্ডেশনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ বলেছেন, সাবেক সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক ফ্লাঃ লেঃ (অবঃ) এবি সিদ্দিক ছিলেন একজন সাদা মনের মানুষ এবং গণমানুষের নেতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত আস্থাভাজন নেতা ছিলেন তিনি। যুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি লড়েছেন। তাঁর সাহস, বলিষ্ঠ কণ্ঠ অনেকে অনুকরণ করতো। দেশমাতৃকার প্রতি তাঁর ছিলো মমত্ববোধ, ভালোবাসা। তিনি বলেন, এবি সিদ্দিক ফাউন্ডেশনের মাধ্যমে এ গুণী মানুষকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবো। ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে আমরা সকলের সহযোগিতা চাই।

২ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এবি সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে এক স্মরণসভায় এমএ ওয়াদুদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের সভাপ্রধানে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের মতলব থানা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নূরু, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, মতলব কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, মোফাজ্জল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, মরহুমের পুত্র জাবেদ সিদ্দিক, পৌর কৃষক লীগের আহ্বায়ক গোলাম হায়দার মোল্লা।

অনুষ্ঠান পরিচালনা করেন এবি সিদ্দিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়