মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০

বাকিলা বাজারের ইজারাদার স্বপন ইজারার টাকা ব্যয় করবেন সামাজিক কাজে

কামরুজ্জামান টুটুল ॥
বাকিলা বাজারের ইজারাদার স্বপন ইজারার টাকা ব্যয় করবেন সামাজিক কাজে

জেলা ও জেলার বাইরে গরুর বাজার হিসেবে প্রসিদ্ধ হাজীগঞ্জের বাকিলা বাজার ১৪৩১ বাংলা বর্ষে ইজারা হয়েছে ২৬ লাখ টাকা। এই পুরো টাকাসহ ইজারার লাভের সব টাকা ব্যয় হবে দুঃস্থ অসহায় আর সামাজিক কাজের পিছনে। এমনটা চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছেন বর্তমান ইজারাদার আব্দুল মতিন স্বপন।

খোঁজ নিয়ে ও ইজারাদার সূত্রে জানা যায়, বাকিলা বাজারে হাট বসে সোমবার ও বৃহস্পতিবার। এর মধ্যে বৃহস্পতিবার গরুর বাজার, আর সোমবার ছাগল, হাঁস, মুরগি ও কবুতরের বাজার বসে। এছাড়া ২৪ ঘন্টা বাজারে মাছ, তরকারি বিক্রি হয় ও মুদিসহ সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকে। বাকিলা বাজারে অতীতে যে দামে খাজনা আদায় হযেছে, চলতি বর্ষে খাজনা কম ধার্য করা হয়েছে। একইভাবে কোরবানির ঈদের গরু-ছাগলের হাটের হাসিলসহ বছরের অন্য সকল সময়ের হাটে গরু-ছাগলের হাসিল আদায়ের পরিমাণ কম ধার্য করা হয়েছে। আর কম দামের খাজনাগুলো বাদ রাখার চিন্তা করছে ইজারা কর্তৃপক্ষ।

এ বিষয়ে ইজারাদার আব্দুল মতিন স্বপন জানান, আমি প্রবাসী। আমার আয়ের একটা অংশ আমার এলাকার বাজার তথা বাকিলা বাজারের উন্নয়নসহ দুঃস্থ অসহায়দের পিছনে ব্যয় করার চিন্তা থেকে বাজার ইজারা নিয়েছি। আমি ইজারার পুরো ২৬ লাখ টাকার অর্ধেকটা রাখবো আসছে বছরের ইজারার জন্যে, বাকি টাকার মধ্যে ৪০ ভাগ টাকা মসজিদ, মন্দির ও দুঃস্থ অসহায়দের পিছনে আর বাকি ১০ ভাগ টাকা বাজার উন্নয়নের পেছনে ব্যয় করবো। সামনের বছরের জন্যে যে অর্ধেক টাকা রাখা হবে, যদি কোনো কারণে সামনের বছর আমি ইজারা না পাই, তাহলে সেই টাকাটা গরীব অসহায় আর দুঃস্থদেরকে দিয়ে দেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়