মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০১:০৭

আজ থেকে চাঁদপুরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
আজ থেকে চাঁদপুরে শুরু হচ্ছে তিনদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

চাঁদপুরে দীর্ঘ এক যুগ পর হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন আয়োজিত তিনদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) থেকে শুরু হচ্ছে। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্র হাসান আলী সরকারি হাই স্কুল ময়দানে আজ থেকে শুরু হওয়া তাফসীরুল কুরআন মাহফিলটি চলবে আগামী ৩০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করবেন আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী। ১ম দিন মঙ্গলবার তাফসীর পেশ করবেন হযরত মাওলানা ওমর ফারুক মুজাহিদী, হযরত মাওলানা সালাহউদ্দিন চাঁদপুরী। ২য় দিন বুধবার তাফসীর পেশ করবেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব আল্লামা খাজা মুহাম্মদ অলিউল্লাহ, হযরত মাওলানা শায়েখ সিফাত হাসান, আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ মাহবুব ইজ্জুদ্দীন জাবেরী ও হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী। ৩য় দিন বৃহস্পতিবার তাফসীর পেশ করবেন মুহাদ্দিস আবু নছর আশরাফী ও হাফেজ ক্বারী মাওলানা আজিজ আল-কাউছার।

মাহফিল উদ্বোধন করবেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা ইসমাইল হোসেন [আযাদ]। সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান।

মাহফিলে জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় তেলাওয়াত ও হামদ-নাত-ইসলামী সংগীত পরিবেশিত হবে। মাহফিলে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে মহিলাদের তাফসির শোনার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ। মাহফিলে সর্বশ্রেণীর ধর্মপ্রাণ মুসলমানদেরকে আমন্ত্রণ জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়