প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০১:৪৪
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ছাত্রলীগের দলীয় জড়িত থাকার অভিযোগ
ঢাবি-সাত কলেজ সংঘর্ষ: ছাত্রলীগের ছায়া

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে বৃহস্পতিবার রাত ১১:৪৫ মিনিটে নীলক্ষেত এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর ঢাবির শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীদের ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করে স্লোগান দিতে থাকে।
|আরো খবর
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে কোন্দল সৃষ্টি করছে ছাত্রলীগের একটি টিম, যাদের প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। সবাইকে সাবধানে থাকার আহ্বান জানাচ্ছি।”
এই সংঘর্ষের পর পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করলেও উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষের শিকার শিক্ষার্থীরা জানায়, সাত কলেজের শিক্ষার্থীরা প্রথমে ঢাবি শিক্ষার্থীদের দিকে হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু ঢাবি শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে উপস্থিত থাকলেও বিশৃঙ্খল পরিস্থিতি কিছুটা অব্যাহত ছিল। ঢাবি এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় উত্তেজনা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার মধ্যে ছাত্রলীগের সমালোচনার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলে অভিমত প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
ডিসিকে/এমজেডএইচ