মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪

স্বাভাবিক জীবনে ফেরার আকুতি সাংবাদিক ফারজানা রুপার

মো. জাকির হোসেন
স্বাভাবিক জীবনে ফেরার আকুতি সাংবাদিক ফারজানা রুপার
ছবি : সংগৃহীত

একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা ও তার স্বামী, একাত্তর টিভির বার্তা প্রধান শাকিল আহমেদ, একাধিক মামলা এবং দীর্ঘ কারাবাসের পর স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আদালতের কাছে আকুতি জানিয়েছেন।

অভিযোগ এবং গ্রেফতার:সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এর আদালতে তাদের গ্রেফতার দেখানোর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময়, ফারজানা রুপা কাঠগড়ার সামনে দাঁড়িয়ে বিচারকের কাছে কথা বলার অনুমতি চান। বিচারক অনুমতি দিলে, তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, "আমার ছোট্ট শিশু সন্তান আছে। আমি আর আমার স্বামী দুজনেই কারাগারে। ৬ মাস হয়ে গেছে। আমাকে জামিন দিন, আমরা স্বাভাবিক জীবনযাপনে ফিরতে চাই।"

জামিনের আবেদন: ফারজানা রুপার এই আকুতির পর আদালত দুইজনকেই গ্রেফতার দেখানোর নির্দেশ দেয়। প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগার থেকে ফারজানা রুপাকে আদালতে হাজির করা হয়, এবং তাকে নারীদের সেলে রাখা হয়। একইভাবে, কেরানিগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে শাকিল আহমেদকেও প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় এবং তাকে পুরুষদের সেলে রাখা হয়। এইভাবে তাদের আলাদা রাখা হলেও, আদালত কক্ষে তারা একে অপরকে খুঁজে পান এবং দেখা হলে আবেগাপ্লুত হন।

আবেগঘন মুহূর্ত:

এজলাসে কাঠগড়ায় উঠার পর ফারজানা রুপা তার স্বামী শাকিল আহমেদকে খুঁজতে থাকেন। একে অপরকে দেখে তাদের মধ্যে বেশ কিছু সময় আলাপ-আলোচনা চলে, কখনো কানে কানে, কখনো হাসিমুখে। তাদের মধ্যে এই স্নেহপূর্ণ মূহুর্তগুলো দেখে উপস্থিত মানুষরা তাদের আবেগ বুঝতে পারেন।

কঠিন পরিস্থিতি: ফারজানা রুপা এবং শাকিল আহমেদ ৬ মাস ধরে কারাগারে আছেন, এবং তাদের একমাত্র সন্তান বাড়িতে একা। তাঁদের পরিবারের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তাদের আশা, আদালত থেকে জামিন পাওয়ার পর তারা নিজেদের জীবনে ফিরে যেতে পারবেন এবং আবার স্বাভাবিক জীবন যাপন শুরু করতে পারবেন।

বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি: এদিন, তাদের শুনানি চলাকালে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ একাধিক ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। ফারজানা রুপা ও শাকিল আহমেদের জামিনের বিষয়ে বিচারক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এটা স্পষ্ট যে, ফারজানা রুপা এবং তার স্বামী শাকিল আহমেদের জন্য এই কঠিন সময়ে তাদের একমাত্র কামনা হল তাদের শিশু সন্তান এবং নিজেদের সুরক্ষিত জীবনের দিকে ফিরে আসা।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়