বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০

উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে আমি যাচ্ছি না

---------------দেওয়ান মোঃ সফিকুজ্জামান

স্টাফ রিপোর্টার ॥
উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে আমি যাচ্ছি না

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আমি দেওয়ান মোঃ সফিকুজ্জামান আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবো না। ৮ এপ্রিল সোমবার বিকেলে গণমাধ্যমকর্মীদের এমনটি জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির একাধিকবারের সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান।

তিনি বলেন, দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন করবে না, তাই আমি দলের তৃণমূল পর্যায়ের কর্মী হিসেবে এই নির্বাচন করার প্রশ্নই আসে না। জনগণের প্রতি বলতে চাই, দেশে সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ নেই। তাই বিএনপি এই নির্বাচনে যাচ্ছে না। এমনকি এই নির্বাচনের সাথে জনগণেরও কোনো সম্পৃক্ততা নেই।

তিনি আরও বলেন, দেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলন বৃথা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভোটাধিকার আদায়ের যে আন্দোলন চলছে তা সফল হবে এবং সরকারেরও পতন ঘটবে। আর এরপরই নির্বাচনী পরিবেশ সুষ্ঠু হলে দলীয় সিদ্ধান্ত নিয়েই আমি আবারো জনগণকে সাথে নিয়ে দলের নির্বাচন করবো।

তিনি আরও বলেন, দল বা জোটের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবো এবং জনগণকে সাথে নিয়েই ওই বেঈমান মুনাফিককে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়