বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০

আল-বিদা, মাহে রামাদ্বান

এএইচএম আহসান উল্লাহ ॥
আল-বিদা, মাহে রামাদ্বান

আজ মাহে রমজানের ২৯তম দিবস। আজ সূর্যাস্তের পর যদি পশ্চিমাকাশে শাওয়ালের চাঁদ উদিত হয় তাহলে আগামীকাল হবে পবিত্র ঈদুল ফিতর। সে হিসেবে আজকের রাতটি হবে ঈদুল ফিতরের রাত। আর যদি আজ শাওয়ালের চাঁদ দেখা না যায় তাহলে আগামীকাল ৩০ রোজা পূর্ণ হবে।

রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মুবারক বিদায় নিচ্ছে। এই একটি মাস মুসলিম উম্মাহর মাঝে যে সুশৃঙ্খল নিয়মানুবর্তিতা ছিলো এর প্রভাব অন্য ধর্মাবলম্বীদের মাঝেও পড়েছিলো। নির্দিষ্ট সময়ে সেহেরী খাওয়া, ইফতার, নামাজ কাজ-কর্ম সবকিছু মিলে যেনো একটি স্বর্গীয় পরিবেশ বিরাজ করছিলো। এখন এই রমজানের এক মাসের সিয়াম সাধনার শিক্ষা যদি আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি তাহলেই হবে আমাদের রোজা পালনের সার্থকতা। অন্যথায় এই রোজা শুধু উপবাস হিসেবে গণ্য হবে।

তাই মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো, তিনি যেনো আমাদের রোজাকে কবুল করেন এবং রমজানের অন্তর্নিহিত শিক্ষা যেনো আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি সে রহমত আমাদের উপর বর্ষণ করেন। আর রমজানের বরকতে এই একটি মাস রাব্বুল আলামীন যেমনি কবরবাসীর আযাব মাফ করে দিয়েছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, তিনি যেনো কেয়ামত পর্যন্ত সকল ঈমানদার নর-নারীর কবরের আযাব বন্ধ করে দেন। রাহমানুর রাহীমের দরবারে আরো ফরিয়াদ জানাই, হাশরের ময়দানে যেনো দয়াল নবীজীর সুপারিশ আমাদের নসীব হয়। মাহে রমজান এবং কোরআনুল কারীম যেনো পরকালে আমাদের নাজাতের উছিলা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়