বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০

মোহন বাঁশি স্মৃতি সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আমার সুযোগ থাকলে চাঁদপুরের সকল শিশুর পাশে দাঁড়িয়ে ছবি তুলে তাদের উৎসাহ দিতাম

-----------------জেলা প্রশাসক কামরুল হাসান

স্টাফ রিপোর্টার ॥
আমার সুযোগ থাকলে চাঁদপুরের সকল শিশুর পাশে দাঁড়িয়ে ছবি তুলে তাদের উৎসাহ দিতাম

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ এপ্রিল সোমবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত এবং চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পরেশ মালাকার।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। আজকের এই আয়োজনে যে শিশুরা পুরস্কার গ্রহণ করলো, তা এই শিশুদের জন্যে অনুপ্রেরণা হয়ে থাকবে। শিশুদের যে কোনো আয়োজন আমার ভালো লাগে। আমার সুযোগ থাকলে চাঁদপুরের সকল শিশুর পাশে দাঁড়িয়ে ছবি তুলে তাদের উৎসাহ দিতাম।

জেলা প্রশাসক বলেন, শিশুদের স্বপ্ন দেখাতে হবে। তাদের সামনে পুরো দিগন্তটা উন্মোচন করতে হবে। তারা যাতে বড় হয়ে কেবল সরকারি চাকুরির পেছনে না ছোটে। কেবল ডাক্তার হবো শিশুরা এমন স্বপ্ন না দেখে তারা বড় হয়ে কেউ কণ্ঠ শিল্পী হবে, কেউ চিত্রকর হবে, কেউ গায়ক হবে কিংবা অন্য কিছু হবে। এজন্যে তাদের অনুপ্রেরণা যোগাতে হবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও সভাপতি অজিত দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ আলমগীর পাটওয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়