প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ঈদযাত্রীদের দুর্ভোগ লাঘবে লঞ্চঘাট ও সড়কে পুলিশ সুপারের পরিদর্শন
চাঁদপুরে ঈদ যাত্রীদের দুর্ভোগ বন্ধে লঞ্চঘাট ও সড়ক পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) পরিদর্শন করেছেন। ৬ এপ্রিল শনিবার বেলা ২টায় চাঁদপুর সদর মডেল থানাধীন সড়ক, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি বন্ধে সড়ক, বাস স্ট্যান্ড ও লঞ্চ ঘাট এলাকা পরিদর্শন করেন পুলিশ সুপার। পরিদর্শনকালে তিনি ঢাকা থেকে আগত ও চাঁদপুর থেকে দেশের বিভিন্ন স্থানে গমনেচ্ছুক যাত্রীদের সাথে কথা বলেন এবং যাত্রাপথে কোনো হয়রানির শিকার হয়েছেন কিনা সে সম্পর্কে অবগত হন। তিনি বলেন, সকল গুরুত্বপূর্র্ণ মোড়/পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে, ঈদ উপলক্ষে যাত্রী হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত কোনো অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ সময় সুদীপ্ত রায় (অতিরিক্ত পুলিশ সুপার-প্রশাসন ও অর্থ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), ইয়াসির আরাফাত (অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।