প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
প্রেমিকের হাত ধরে পালিয়ে আসা গৃহবধূর পরিণতি
হাইমচরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
পরিবারের দাবি হত্যা
ঢাকায় বসবাসরত নিজ পরিবার ছেড়ে প্রেমিকের সাথে পালিয়ে আাসার মাত্র ৬ মাসের মাথায় মিনারা (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাইমচর থানা পুলিশ। ঘটনাটি গত ৫ মার্চ সন্ধ্যায় উপজেলার চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচরে মিনারার স্বামী লিটন বেপারীর বসত ঘরে ঘটে। পাষ- স্বামী মিনারাকে হত্যা করে নিজেকে বাঁচাতে স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে বলে জানান মিনারার পরিবারের লোকজন।
মৃত মিনারার বড় বোন আসমা আক্তার হেনা জনান, তারা ঢাকার ডেমরা এলাকার স্থায়ী বাসিন্দা। গত ৬ মাস পূর্বে নিজ বাসা হতে চরভৈরবী ইউনিয়নের জালিয়ারচর এলাকার লিটন বেপারী মিনারাকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করে। তাদের দাম্পত্য জীবনের ৬ মাস হতে না হতেই মিনারা তার স্বামীর ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার সংবাদ পান। তিনি বলেন, মিনারা তার ছোট বোন। সে ভালবাসার টানে আমাদের সবাইকে ছেড়ে লিটনের হাত ধরে চলে এসেছে। মিনারার সাথে লিটন বেপারী বিশ্বাসঘাতকতা করেছে। মিনারাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। তিনি প্রশাসনের নিকট সঠিক তদন্তের মাধ্যমে তার বোনের হত্যার বিচারের দাবি করেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ জুবায়ের শিমুল বলেন, আমার ইউনিয়ন পরিষদ মেম্বার জানান যে, তার এলাকার লিটন বেপারীর স্ত্রী মিনারা একা ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি হাইমচর থানা পুলিশকে জানালে তারা এসে তার লাশ থানায় নিয়ে যায়।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন জানান, স্বামীর বাড়িতে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। পরবর্তীতে ময়না তদন্তের জন্যে লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।