প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার
ফরিদগঞ্জ থানা পুলিশ রিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মিজি বাড়ি থেকে লাশ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্যে থানায় নিয়ে আসা হয়েছে। এর আগে ঘরের আড়ার সাথে ওই গৃহবধূর লাশ ঝুলে রয়েছে বলে সংবাদ পায় থানা পুলিশ। রিমা আক্তার ওই গ্রামের মানিক হোসেনের স্ত্রী ও এক কন্যা সন্তানের জননী।
জানা গেছে, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রফিকুল ইসলাম গাজীর ৫ ছেলেমেয়ের ৪র্থ সন্তান রিমার সাথে ৭ বছর পূর্বে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মিজি বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মানিক হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে মাইসা (৫) নামে একটি কন্যা সন্তান রয়েছে।
রিমার বড় বোন রহিমা বেগম ও ভাই শামীম হোসেন জানান, তাদের বোন রিমা আক্তারকে প্রায়ই শারিরিক ও মানসিক নির্যাতন করতো তার শ্বশুর বাড়ির লোকজন। সর্বশেষ ৪ এপ্রিল বৃহস্পতিবার সকালে তার বড় বোন রহিমাকে ভিডিও কলে বুধবার দিন তার শাশুড়ি তাকে মারধর করেছে বলে জানায়। বিকেলে তারা জানতে পারে তাদের বোন স্বামীর বাড়িতে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাদের দাবি, তাদের বোনকে মেরে ফেলেছে শ্বশুর বাড়ির লোকজন।
ফরিদগঞ্জ থানার এসআই সামছুজ্জামান জানান, গৃহবধূর গলায় ফাঁস দেয়ার কথা শুনে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সাথে রিমা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পায়। ধারণা করছেন, দুপুরে এই ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসা হয়েছে।