বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০

যানজট নিরসনে পুলিশের পাশে পৌর মেয়রের ট্রাফিক-স্কাউট মোতায়েন

ঈদকে ঘিরে জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মিজানুর রহমান ॥
ঈদকে ঘিরে জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আসন্ন ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখ ১৪৩১ উপলক্ষে চাঁদপুরে কোনো ধরনের হুমকি নেই। চাঁদপুর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার। ২ এপ্রিল মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে তাঁর সম্মেলন কক্ষে আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা জানান।

পুলিশ সুপার বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় সে লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। লঞ্চঘাট, বাসস্টান্ড, মার্কেট এবং ঈদের জামাত সহ বিভিন্ন জনবহুল স্থানে জেলা পুলিশের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহড়া দেয়ার ব্যপারেও পরামর্শ প্রদান করা হয়েছে।

সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ, লঞ্চ, বাস-মালিক সমিতির নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ সপ্তাহ-২০২৪-এ চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার ৩য় বারের মতো রাষ্ট্রীয় পুলিশ পদকে ভূষিত হওয়ায় চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসক কামরুল হাসান।

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন ও গণমানুষের যাতায়াতে ভোগান্তি এড়াতে শহরের যানজট নিরসনে থানা ও ট্রাফিক পুলিশের পাশাপাশি রাস্তায় কাজ শুরু করেছেন ৫০ জন ট্রাফিক-স্কাউট স্বেচ্ছাসেবক। তাদের বেশির ভাগই শিক্ষার্থী। জয় বাংলা মুক্ত স্কাউট গ্রুপ ও হিলশা সিটি স্কাউট দলের তরুণ সদস্যরা যানজট নিয়ন্ত্রণে ২০ রমজান

রোববার সকাল থেকে পুলিশের সঙ্গে কাজ করছেন। পাশাপাশি পথচারীদের রাস্তা পারাপারেও তাঁরা সহায়তা করছেন।

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ঈদ উপলক্ষে শহরের যানজট নিরসনে স্কাউট সদস্যদের রাস্তায় নামিয়েছেন। সুফলও পাচ্ছে শহরবাসী। শহরের বিভিন্ন পয়েন্টে রাস্তার মোড়ে তারা ডিউটি করছেন। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রাস্তায় দেখা যাবে তাদের।

অপরদিকে ঈদ উপলক্ষে শহরের যানজট নিয়ন্ত্রণে শহরে মোতায়েন করা স্কাউট সদস্যদের নিয়ে ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে ব্রিফিং করা হয়েছে। গত সোমবার (১ এপ্রিল) দুপুরে শহরের বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ সংলগ্ন পুলিশ বক্সের সামনে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় স্বেচ্ছাসেবক ট্রাফিক স্কাউট সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম। তিনি বলেন, সবাইকে নিয়মের মধ্যে চলতে হবে। শৃঙ্খলা রক্ষা করতে হবে। কোনোভাবে ওভারটেকিং করতে দেয়া যাবে না। কারো সাথে উত্তেজিত আচরণ ও লাঠি ব্যবহার করা যাবে না। যে কোনো প্রয়োজনে আমার মোবাইল নাম্বারে ফোন করবেন। চাঁদপুরবাসী যেন নিরাপদে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সকলে একত্রিত হয়ে আমরা কাজ করবো এবং জনগণকে সেবা দেবো। আরো বক্তব্য রাখেন জেলা ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মাহফুজ মিয়া, জেলা স্কাউটের সহকারী পরিচালক পূরবী সরকার ও জেলা রোভার স্কাউট সম্পাদক নজরুল ইসলাম।

এ সময় জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকন, হিলশা সিটি স্কাউট গ্রুপ সেক্রেটারী মাসুদ দেওয়ানসহ স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়