বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০

লেবুর হালি নেমেছে ২০ টাকায়

স্টাফ রিপোর্টার ॥
লেবুর হালি নেমেছে ২০ টাকায়

চলতি রমজান শুরুর আগেই চাঁদপুরেও লেবুর দাম বেড়েছিল লাফিয়ে লাফিয়ে। শেষ দফায় প্রথম রোজায় লেবুর হালি এখানে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। ছোট ও মাঝারি আকারের প্রতি হালি লেবুর দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। তবে ১৫ রমজান থেকে এই দামে মিলছে এক ডজন লেবু। আর প্রতি হালি লেবু পাওয়া যাচ্ছে ২০ টাকায়।

২ এপ্রিল মঙ্গলবার চাঁদপুর শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ছোট ও মাঝারি আকারের প্রতি ডজন লেবু বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। প্রতি হালি বিক্রি হচ্ছে ২০ টাকায়। এছাড়া বড় আকারের লেবুর হালি ৩০-৪০ টাকায় নেমেছে।

বিক্রেতারা বলছেন, বাজারে লেবুর সরবরাহ বেড়েছে। আবার দাম চড়া থাকায় গত কদিন বিক্রিও ছিল কম। দামের কারণে এবার লেবু কেনায় ক্রেতাদের আগ্রহও কমেছে। ফলে চাহিদা কমে যাওয়ায় লেবুর দাম পড়ে গেছে। চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের বিপরীত সড়কের ওপর ভ্যানগাড়িতে মাইকে প্রচার করে লেবু বিক্রয়কারী হাইমচর বাংলাবাজারের ফখরুল (২৫) জানায়, তার বড় ভাই নাটোর থেকে বস্তায় বস্তায় এই লেবু এনে চাঁদপুর ও রায়পুর এলাকায় বিক্রি করছে। ১০টা লেবু ৫০ টাকা আর এক হালি ২০ টাকা।

এ সময় লেবু বিক্রেতার মাইকে প্রচার হচ্ছে-রসে ভরপুর লেবু লন,বাইছা লন। যেমন ঘ্রাণ তেমন রস। ১০টা লেবু পঞ্চাশ টাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়