বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০০:০০

চাঁদপুর যুব ফাউন্ডেশনের ইফতার ও দোয়ায় আইয়ুব আলী বেপারী

ভালো কাজে সবসময় আমার সহযোগিতা থাকবে

স্টাফ রিপোর্টার ॥
ভালো কাজে সবসময় আমার সহযোগিতা থাকবে

চাঁদপুর যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান ৩১ মার্চ রোববার চাঁদপুর বড় স্টেশনস্থ হিলশা কিচেন এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ আইয়ুব আলী বেপারী। সভাপতি মোঃ মামুন ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোঃ বাদশা ভূঁইয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ উজ্জ্বল হোসাইন।

প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ চাঁদপুর জেলা শাখার সদস্য, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী বলেন, চাঁদপুর যুব ফাউন্ডেশনের সাথে আমি দীর্ঘদিন জড়িত আছি। এই সংগঠন সবসবময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমি এই সংগঠনের সাথে আছি এবং ভালো কাজে সবসময় আমার সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন, ইতিপূর্বে সংগঠনের পক্ষে অনেক ভালো ও কল্যাণমূলক কাজ করা হয়েছে। চাঁদপুরে সামাজিক সংগঠন হিসেবে এটি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আগামীতে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে চাঁদপুর সদর উপজেলার উন্নয়নে ভোটাধিকার প্রয়োগে সকলের সু-চিন্তিত মতামত প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, আমি এই সংগঠনের সাথে যেহেতু জড়িত আছি। আমি নির্বাচিত হলে আপনারা বলতে পারবেন আপনাদের সংগঠনের লোক নির্বাচিত হয়েছে। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সকল নির্বাচনী মাঠে সুস্থ ধারার রাজনীতি বজায় রেখে সুন্দর পরিবেশে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি শাহআলম বকাউল, সহ-সভাপতি মোহাম্মদ রিপন ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায়, সাইফুল ইসলাম আকাশ, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, মহিলা সম্পাদিকা আয়েশা আক্তার রুপা, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ শাহাদাত হোসেন প্রধানীয়া, স¤্রাট বেপারী, আবুল বাশার, কাদির মৃধা, ব্যবসায়ী আকবর হোসেন লিটন বেপারী, জসিম মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়